Ajker Patrika

হত্যার পর মায়ের মরদেহ আগুনে পুড়িয়ে দিল ছেলে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৩
Thumbnail image

লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম বেলভা (৬০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তারই ছেলে বিরুদ্ধে। অভিযুক্ত ছেলে রেদওয়ান হোসেন মিলনকে (২২) গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা-পুলিশ। 

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

এর আগে বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে আজ ভোর ৫টার দিকে ঘটাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের ছেলে মিলনকে গ্রেপ্তার করা হয়। 

রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের অহেদ আলী পাটোয়ারি বাড়ির মৃত আকবর আলীর পাকা বসতঘরে। নিহত আমেনা বেগম বেলভো ওই বাড়ির মৃত আকবর আলীর স্ত্রী। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক এমদাদ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের কোনো এক সময়ে পারিবারিক বিরোধের জের ধরে আমেনা বেগম বেলভোর ছোট ছেলে রেদওয়ান হোসেন মিলন ধারালো দা দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে গুম করার জন্য মায়ের মরদেহ কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন। 

আমেনা বেগম বেলভোর ভাতিজা বোরহান উদ্দিন জানান, পাকা বসতঘরে তাঁরা মা ছেলে দুজনেই ঘরে থাকতেন। মিলনের অন্য দুই ভাই দেশের বাইরে রয়েছে। রাত প্রায় ৩টার দিকে ঘরের ভেতরে চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের বাহির থেকে দেখি রুমের ভেতরে আগুন জ্বলছে। খবরটি স্থানীয় গ্রাম পুলিশকে দেওয়া হলে রামগঞ্জ থানা-পুলিশ ভোর ৫টায় ঘটনাস্থলে যায়। 

নিহতের ভাগনে মো. আনিস জানান, খবর পেয়ে চাটখিল থেকে তাঁরা ছুটে আসেন। তিনি জানান, তাঁর ফুপাতো ভাই মিলনের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে মিলন এ হত্যাকাণ্ড ঘটনা পারেন বলে ধারণা করছেন তিনি। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা আজ বৃহস্পতিবার ভোর ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এরশাদ হোসেনের পাকা বসতঘরের একটি রুমে আমেনা বেগমের শরীরে আগুন জ্বলছে। এ সময় ঘর তল্লাশি করে পাশের আরেকটি রুম থেকে মৃতের ছোট ছেলে রেদওয়ান হোসেন মিলনকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত