কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছয় রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার বিজিবির সদস্য বিল্লাল হাসানের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতলে নিয়ে যাওয়া হয়। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। বিল্লাল টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বিল্লালের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরে নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম নামাজের পর বিজিবির সদস্যদের একটি দল বিল্লালের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এর আগে গতকাল সকালে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছয় রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার বিজিবির সদস্য বিল্লাল হাসানের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতলে নিয়ে যাওয়া হয়। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। বিল্লাল টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বিল্লালের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরে নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম নামাজের পর বিজিবির সদস্যদের একটি দল বিল্লালের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এর আগে গতকাল সকালে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।
পিরোজপুরের ভান্ডারিয়ায় জমি ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়িতে হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। সেই সঙ্গে তাঁর ছোট ভাইয়ের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেসিলেটে সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন কর্মচারী (ব্রাদার) ও স্থানীয় একটি হোটেলের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে নগরের মীরবক্সটুলায় দোকানে প্রথম দফায় এ ঘটনা ঘটে। এ সময় হোটেলের কর্মচারীরা ব্রাদারদের জিম্মি করে রাখে।
৪০ মিনিট আগেপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। এসব লঞ্চ আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে চলাচল শুরু করবে। অন্যদিকে সড়কপথে বাসের টিকিট নিয়ে হাহাকার দেখা দিয়েছে। ইতিমধ্যে বাড়ি ফেরার জন্য অধিকাংশ বাসের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ
৪২ মিনিট আগেভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নেত্রকোনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে