Ajker Patrika

ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান 

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 
ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান 

টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক গভর্নরের প্রতি চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারস। বৃহস্পতিবার এক দাপ্তরিক পত্রের মাধ্যমে এ আহ্বান করেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম। 

চেম্বার সভাপতি বলেন, ‘সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। গত ১৮ অক্টোবর আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছিল ৮৬.২০ টাকা পর্যন্ত। অন্যদিকে খোলা বাজারে ও নগদ মূল্যে ডলার বিক্রি হয়েছিল ৮৯.৫০ টাকা পর্যন্ত। এই দাম আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

গত বছর দেশে করোনা ভাইরাস মহামারি দেখা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে ডলারের মূল্য সর্বোচ্চ ৮৪ টাকা ৯৫ পয়সা উঠেছিল। সেই সময়ে ডলার সবচেয়ে শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত হয়। 
দেশে আমদানি ও রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি অক্ষুণ্ন রাখতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার বিশেষ করে ডলারের মূল্য সব সময় গ্রহণযোগ্য পর্যায়ে স্থিতিশীল রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশনা প্রদানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে থাকে। 

বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা রক্ষা করার লক্ষ্যে ডলারের মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের আশু হস্তক্ষেপ একান্তই অপরিহার্য। 

ডলারের বাজারে যেকোনো ধরনের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে এবং টাকার মূল্যমান বজায় রেখে দেশের অর্থনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থা নিশ্চিতকল্পে টাকার বিপরীতে ডলারের উচ্চমূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণে জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি। 

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিসহ সব ধরনের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশেও করোনার মধ্যেই সরকার শিল্প কারখানা পুরোদমে খুলে দেওয়ার নির্দেশনা প্রদান করায় বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

এ প্রেক্ষাপটে টাকার বিপরীতে ডলারের হঠাৎ মূল্য বৃদ্ধিতে আমদানি করা ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাসাধারণকেই বহন করতে হবে। একই সঙ্গে মহামারীগ্রস্ত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। যা অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে তিনি উল্লেখ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত