Ajker Patrika

ত্রিপুরা রাজ্য সরকারের জন্য প্রধান উপদেষ্টার ৩০০ কেজি হাঁড়িভাঙা আম উপহার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
আপডেট : ১০ জুলাই ২০২৫, ২২: ৩৯
ত্রিপুরা রাজ্যে পাঠানো হলো আম। ছবি: আজকের পত্রিকা
ত্রিপুরা রাজ্যে পাঠানো হলো আম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বিশিষ্টজনের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহারসামগ্রী ভারতে পাঠানো হয়। কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে বাংলাদেশ সরকার।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, ৬০টি কার্টনে করে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ছিল পাঁচ কেজি করে হাঁড়িভাঙা আম। এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীর আলম আরও জানান, এই উপহারসামগ্রী ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় আমের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছাবার্তা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ থেকে উপহার পাঠানোর এই প্রক্রিয়া সমন্বয় করা হয়। সরকারের উচ্চপর্যায়ের এমন মানবিক ও কূটনৈতিক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রতিবছরই কূটনৈতিক শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য মৌসুমি ফল উপহার পাঠানো হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত