Ajker Patrika

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
পুলিশের হাতে গ্রেপ্তার শওকত হাসান মেহেদী। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার শওকত হাসান মেহেদী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর বাবা আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেন। তিনি চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা গ্রামের বাসিন্দা এবং একুশে সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তুহি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে পাঁচজনের নামে মামলা করেছেন। মামলার প্রধান আসামি মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমুল্লাহপাড়ার আবুল হাশেমের ছেলে শওকত হাসান মেহেদী (২২), তাঁর মা মমতাজ (৪২), বাবা আবুল হাশেম, মেয়ে সুমাইয়া আক্তার (২০) এবং একই এলাকার আব্দুল হাকিম (৫৫)।

পুলিশ জানিয়েছে, ঘটনার আট ঘণ্টা পর বান্দরবানের লামা উপজেলা থেকে মামলার ১ নম্বর আসামি শওকত হাসান মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত