Ajker Patrika

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় লোহার আঘাতে মোহাম্মদ মনির (৩৮) নামে জাহাজভাঙা কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা বলেন, আজ সকালে উপজেলার ছলিমপুরের সাগর উপকূলে অবস্থিত এনবি শিপব্রেকিং ইয়ার্ড নামক জাহাজভাঙা কারখানার ভেতরে স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন মনির। কাজ করার সময় অসাবধানতাবশত স্ক্র্যাপ লোহার একটি টুকরো মনিরের মাথায় ছিটকে পড়ে। এতে মুহূর্তেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। 

এনবি শিপব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী মো. তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে জাহাজের কাটিং কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে ছিটকে পড়া একটি স্ক্র্যাপ লোহার আঘাতে মনির আহত হন। ঘটনার পর তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত