Ajker Patrika

রামগড়ে লাশ সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে মদ পাচারের চেষ্টা, আটক ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭: ১২
রামগড়ে লাশ সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে মদ পাচারের চেষ্টা, আটক ২

খাগড়াছড়ির রামগড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ১২৫ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে রামগড় পৌরসভার ফরেনার্স চেকপোস্টে তল্লাশি চালিয়ে মদসহ দুজনকে আটক করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ইমন হোসেন হৃদয় ও ফরিদুল ইসলাম মেহেদী খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রামগড় থানা-পুলিশ জানায়, মাদক পরিবহনকারী অ্যাম্বুলেন্সটি খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট যাচ্ছিল। ফরেনার্স পোস্টের সামনে পুলিশের তল্লাশি দেখে গাড়িটি গতি পরিবর্তন করতে চায়। এ সময় রামগড় থানার পুলিশ অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১২৫ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করে। তা ছাড়া অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রামগড় থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অ্যাম্বুলেন্সের সিটের ওপর চাদর দিয়ে ঢেকে লাশের মতো করে মদ রাখা ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে মদসহ দুজনকে আটক করে। এ বিষয়ে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত