চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় নৌকা ডুবে মাঝিসহ ছয়জন নিখোঁজ হন। তাঁদের মধ্যে চারজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন উম্মে হানিয়া ফাহিমা (২১) নামে এক নববধূ ও তাঁর আত্মীয় সেতু (৩০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নৌভ্রমণে বেরিয়ে শহরের পুরান বাজার থেকে বড় স্টেশন মোলহেডে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নৌকার মাঝি ছাড়াও আছেন ফাহিমার স্বামী নাঈম খান (৩৫), তাঁর বন্ধু মো. মাজহারুল (৩৩) ও আত্মীয় মুনিয়া (২৬)। নিখোঁজ সেতু ছাড়া বাকিদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির এলাকায়। সেতু চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা।
উদ্ধার হওয়া নাঈম, মো. মাজহারুল ও মুনিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাঁরা আশঙ্কামুক্ত।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান জানান, দুই মাস আগে তাঁর ছেলে দক্ষিণ কোরিয়া থেকে এসে বিয়ে করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা নৌকা ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলেন। শহরের পুরান বাজার থেকে নৌকায় বড় স্টেশন মোলহেডে আসার সময় নদীর স্রোতের মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। সাজানো সংসার শেষ হয়ে গেল বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ওই নৌকায় মাঝিসহ ছয়জন ছিলেন। এর মধ্যে দুজন নিখোঁজ এবং চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কোস্ট গার্ড চেষ্টা অব্যাহত রেখেছে।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার এম শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের ডুবুরি দল মেঘনায় মোহনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নববধূসহ এখনো দুজন নিখোঁজ রয়েছেন।’
চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় নৌকা ডুবে মাঝিসহ ছয়জন নিখোঁজ হন। তাঁদের মধ্যে চারজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন উম্মে হানিয়া ফাহিমা (২১) নামে এক নববধূ ও তাঁর আত্মীয় সেতু (৩০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নৌভ্রমণে বেরিয়ে শহরের পুরান বাজার থেকে বড় স্টেশন মোলহেডে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নৌকার মাঝি ছাড়াও আছেন ফাহিমার স্বামী নাঈম খান (৩৫), তাঁর বন্ধু মো. মাজহারুল (৩৩) ও আত্মীয় মুনিয়া (২৬)। নিখোঁজ সেতু ছাড়া বাকিদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির এলাকায়। সেতু চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা।
উদ্ধার হওয়া নাঈম, মো. মাজহারুল ও মুনিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাঁরা আশঙ্কামুক্ত।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান জানান, দুই মাস আগে তাঁর ছেলে দক্ষিণ কোরিয়া থেকে এসে বিয়ে করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা নৌকা ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলেন। শহরের পুরান বাজার থেকে নৌকায় বড় স্টেশন মোলহেডে আসার সময় নদীর স্রোতের মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। সাজানো সংসার শেষ হয়ে গেল বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ওই নৌকায় মাঝিসহ ছয়জন ছিলেন। এর মধ্যে দুজন নিখোঁজ এবং চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কোস্ট গার্ড চেষ্টা অব্যাহত রেখেছে।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার এম শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের ডুবুরি দল মেঘনায় মোহনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নববধূসহ এখনো দুজন নিখোঁজ রয়েছেন।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৪ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৪ ঘণ্টা আগে