ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দুই বিচারকের অপসারণ দাবিতে আন্দোলনরত ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির আদালত বর্জন কর্মসূচি তিন দিন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আলোচনার জন্য নেতাদের ঢাকায় ডেকেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ বৃহস্পতিবার রাত ৯টায় তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল।
আদালত বর্জনরত থাকা আইনজীবী সমিতির আজ বিশেষ সাধারণ সভায় নতুন করে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এরপর আইনমন্ত্রী আলোচনার জন্য আইনজীবী নেতাদের ঢাকায় ডাকেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি এখনো মেনে নেওয়া হয়নি। আজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচির সময় শেষ হয়েছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি বাড়িয়েছি।’
তিনি বলেন, ‘শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকে। তাই রোববার (১৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) পর্যন্ত আগামী তিন কার্যদিবস আমরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। যদি দাবি মেনে নেওয়া না হয়, এই কর্মসূচি আরও বাড়বে। আজ বৃহস্পতিবার রাত ৯টায় আইনমন্ত্রী মহোদয় আমাদের ডেকেছেন। আমরা সেখানে বিস্তারিত তুলে ধরব।’
গত ১ ডিসেম্বর কয়েকজন আইনজীবীর সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের বিতণ্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। পরে জেলা জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকের অপসারণ এবং জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি। পরে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি আর ৩ দিন আদালত বর্জন করে আইনজীবীরা।
এর মধ্যে বিচারকের সঙ্গে তিন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জেলা আইনজীবী সমিতি সভাপতিসহ তিন আইনজীবীকে সমন ও শোকজ করেন। এ ছাড়া আন্দোলন চলাকালে জেলা জজের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ায় আগামী ১৭ জানুয়ারি ২১ জন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট।
দুই বিচারকের অপসারণ দাবিতে আন্দোলনরত ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির আদালত বর্জন কর্মসূচি তিন দিন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আলোচনার জন্য নেতাদের ঢাকায় ডেকেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ বৃহস্পতিবার রাত ৯টায় তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল।
আদালত বর্জনরত থাকা আইনজীবী সমিতির আজ বিশেষ সাধারণ সভায় নতুন করে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এরপর আইনমন্ত্রী আলোচনার জন্য আইনজীবী নেতাদের ঢাকায় ডাকেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি এখনো মেনে নেওয়া হয়নি। আজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচির সময় শেষ হয়েছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি বাড়িয়েছি।’
তিনি বলেন, ‘শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকে। তাই রোববার (১৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) পর্যন্ত আগামী তিন কার্যদিবস আমরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। যদি দাবি মেনে নেওয়া না হয়, এই কর্মসূচি আরও বাড়বে। আজ বৃহস্পতিবার রাত ৯টায় আইনমন্ত্রী মহোদয় আমাদের ডেকেছেন। আমরা সেখানে বিস্তারিত তুলে ধরব।’
গত ১ ডিসেম্বর কয়েকজন আইনজীবীর সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের বিতণ্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। পরে জেলা জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকের অপসারণ এবং জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি। পরে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি আর ৩ দিন আদালত বর্জন করে আইনজীবীরা।
এর মধ্যে বিচারকের সঙ্গে তিন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জেলা আইনজীবী সমিতি সভাপতিসহ তিন আইনজীবীকে সমন ও শোকজ করেন। এ ছাড়া আন্দোলন চলাকালে জেলা জজের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ায় আগামী ১৭ জানুয়ারি ২১ জন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
১৮ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২৮ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৩১ মিনিট আগে