নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
গত কয়েক দিনে বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুতের চলমান লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই সমস্যা সমাধান হতে আরও দু-এক দিন সময় লাগতে পাড়ে বলে জানিয়েছেন নন্দীগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে নন্দীগ্রামে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ওই ঝড়-বৃষ্টির প্রায় ১৭ ঘণ্টা পর বিদ্যুতের দেখা পায় নন্দীগ্রামবাসী। কিন্তু তারপর থেকেই চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। পৌর এলাকায় এক-দুই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আরার এক দুই-ঘণ্টা উধাও থাকে। আর গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। সারা দিন-রাতে এক থেকে দুই ঘণ্টাও বিদ্যুতের দেখা পাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মোবাইল ১০০ ভাগ চার্জও করতে পারছি না। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুতের অবস্থা কেমন?’
রণবাঘা বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, বিদ্যুতের এই আসা-যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া গরম আবার বিদ্যুৎ নাই। ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত।
পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা পাপ্পু কুমার বলেন, নন্দীগ্রামের বিদ্যুতের এই ভেলকিবাজিতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যেকোনো সময় এর প্রতিফলন পড়তে পারে।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান বলেন, বগুড়া গ্রিডে সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।
গত কয়েক দিনে বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুতের চলমান লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই সমস্যা সমাধান হতে আরও দু-এক দিন সময় লাগতে পাড়ে বলে জানিয়েছেন নন্দীগ্রাম জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে নন্দীগ্রামে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ওই ঝড়-বৃষ্টির প্রায় ১৭ ঘণ্টা পর বিদ্যুতের দেখা পায় নন্দীগ্রামবাসী। কিন্তু তারপর থেকেই চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। পৌর এলাকায় এক-দুই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আরার এক দুই-ঘণ্টা উধাও থাকে। আর গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। সারা দিন-রাতে এক থেকে দুই ঘণ্টাও বিদ্যুতের দেখা পাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘শনিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মোবাইল ১০০ ভাগ চার্জও করতে পারছি না। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুতের অবস্থা কেমন?’
রণবাঘা বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, বিদ্যুতের এই আসা-যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া গরম আবার বিদ্যুৎ নাই। ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। খুব দ্রুত সমস্যার সমাধান করা উচিত।
পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা পাপ্পু কুমার বলেন, নন্দীগ্রামের বিদ্যুতের এই ভেলকিবাজিতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যেকোনো সময় এর প্রতিফলন পড়তে পারে।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান বলেন, বগুড়া গ্রিডে সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ডেকে আনেন। তাঁরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।
৯ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
২২ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
২৮ মিনিট আগে