
শেখ হাসিনার পতনের খবরে আজ সোমবার বরিশালে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির কালীবাড়ি রোডের বাড়িতে আজ বিকেলে আগুন দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে আজ রোববার দুপুরে সংঘর্ষের মধ্যে টুটুল চৌধুরী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বরিশাল মহানগরীর চৌমাথা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ ঘিরে বরিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন এলাকা দখল করে নিয়েছেন আন্দোলনকারীরা।

বরিশাল নগরের চৌমাথায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের হামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর ৪ সদস্য আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা এপিবিএন এর একটি পিকআপ ভ্যান এবং সড়কের পাশের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুরে আন্দোলন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা।