Ajker Patrika

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় আ. লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে আজ রোববার দুপুরে সংঘর্ষের মধ্যে টুটুল চৌধুরী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বরিশাল মহানগরীর চৌমাথা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনি। 

নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী ছিলেন। 

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন জানান, আজ রোববার দুপুর ২টার দিকে চৌমাথায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে মৃত্যু হয় টুটুলের। তিনি দলের ত্যাগী নেতা ছিলেন। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আনোয়ার হোসেইন জানান, বেলা ২টার দিকে সিঅ্যান্ডবি রোড সংলগ্ন আমতলার মোড়ে আন্দোলনকারীরা টুটুল চৌধুরীকে বেদম মারধর করে। হাসপাতালে নেওয়ার হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, সকাল ১১টা থেকে চৌমাথা, নবগ্রাম রোড দখল করে রাখে ছাত্রলীগ-যুবলীগ। পরে বেলা ১২টার দিকে শত শত আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে চৌমাথা দখল করে নেয়। এ সময় তারা নবগ্রাম রোডে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত