Ajker Patrika

দশমিনায় সেই কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ২৭
Thumbnail image

চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পটুয়াখালীর দশমিনায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত কেন্দ্রসচিব অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা স্বাক্ষরিত এক আদেশে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে পরীক্ষাকেন্দ্রে কর্তব্যে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রসচিবকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরী।

দাখিল পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সচিব নিযুক্ত হন চরহোসনাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করেন উপজেলার বিভিন্ন এলাকার ছয়টি দাখিল মাদ্রাসার ছয়জন সুপার।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ওই ছয়জন সুপারের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ওই কেন্দ্রসচিবকে দায়িত্বে অবহেলার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে রাতে কেন্দ্র পরিচালনা কমিটির জরুরি সভায় ওই কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে লিখিত আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা।

ইউএনও স্বাক্ষরিত ওই লিখিত আদেশে একই সঙ্গে দশমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশারকে কেন্দ্রটির সচিব নিযুক্ত করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু পরীক্ষার স্বার্থে কেন্দ্র পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় দশমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশারকে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত