Ajker Patrika

পিরোজপুর সদর হাসপাতালের কেবিনে ছাদের কংক্রিট ধসে রোগী আহত 

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২২: ০৭
পিরোজপুর সদর হাসপাতালের কেবিনে ছাদের কংক্রিট ধসে রোগী আহত 

পিরোজপুর সদর হাসপাতালে ছাদের কংক্রিট ধসে হৃদ্রোগে আক্রান্ত এক রোগী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে হাসপাতালের সংরক্ষিত কেবিনে থাকা আকুব্বর আলী খান (৮৫) নামের ওই বৃদ্ধের বাম পা থেঁতলে গেছে এবং বুকে ব্যথা পেয়েছেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।

আকুব্বর আলী খান সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আকুব্বরের নাতি মহাসিন হোসেন জানান, তাঁর দাদা হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে হাসপাতালের দোতলায় সংরক্ষিত কেবিনের ছাদের কংক্রিটের বড় একটা অংশ ধসে পড়ে দাদার পা থেঁতলে যায় এবং বুকে চাপ লাগে।

হাসপাতালের সংরক্ষিত কেবিনে ছাদের কংক্রিট ধসে পড়ে আছে।এ ঘটনার তিন ঘণ্টা অতিবাহিত হলেও কোনো ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজখবর নিতে আসেননি। এমনকি হাসপাতাল থেকে কোনো এক্স-রে করানো হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা রোগীকে বাইরে নিয়ে এক্স-রে করিয়েছেন।

আকুব্বরের ভাতিজি শেফালি বলেন, ‘হাসপাতালের ছাদ ধসে আমার চাচা আহত হয়েছেন। এটা আমরা দুর্ঘটনা হিসেবে মেনে নিয়েছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর কোনো খোঁজ নেয়নি। মনে হচ্ছে দেখার কেউ নেই।’

ছাদের কংক্রিট ধসে কেবিনে পড়ে আছে।এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসূফ জাকী বলেন, ‘আমরা খবর পেয়ে রোগীর খোঁজখবর নিয়েছি। অর্থোপেডিক ডাক্তার জিলানী রোগীর বিষয়টি দেখছেন। তবে রোগীর শরীরে কোথাও ফ্রাকচারের (ভাঙা) ঘটনা ঘটেনি। এটি একটি দুর্ঘটনা। আমরা গণপূর্ত বিভাগের প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। কী কারণে এটা ঘটেছে, তাঁরা খতিয়ে দেখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত