নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা প্রতিরোধে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। আজ শনিবার (৩১ মে) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরবাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে জাপার মিছিলটি বের হয়ে সদর রোডে ওঠার সময় হামলার শিকার হয়। লাঠিসোঁটা হাতে একদল লোক মিছিলের ওপর হামলা চালালে জাপার কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
হামলাকারীদের কয়েকজন নিকটবর্তী দোকানে আশ্রয় নিলে জাপার কর্মীরা সেখানে ঢুকে তাদের পিটিয়ে আহত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফয়সাল ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি ও কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মিরাজ হোসেন রয়েছেন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল অভিযোগ করেন, ‘এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। বরিশালে তাদের থাকতে দেওয়া হবে না।’ তিনি দাবি করেন, এ হামলায় তিনিসহ অন্তত ৬ জন জাপা নেতা আহত হয়েছেন।
তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, তাদের নেতা-কর্মীরা কোনো হামলা করেনি, বরং মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
জেলার ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ সাব্বির বলেন, ‘আমরা বিএম কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা শেষে সদর রোডের পাশে চা খাচ্ছিলাম। এ সময় জাপার মিছিল থেকে আমাদের লক্ষ্য করে হামলা করা হয়। হামলাকারীদের একজনকে আমরা আটক করে পুলিশে দিয়েছি।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় কেউ আটক হয়নি। জাপার কর্মীরা মারধরের পর একজনকে আমাদের হাতে তুলে দেয়, আমরা তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা প্রতিরোধে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। আজ শনিবার (৩১ মে) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরবাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে জাপার মিছিলটি বের হয়ে সদর রোডে ওঠার সময় হামলার শিকার হয়। লাঠিসোঁটা হাতে একদল লোক মিছিলের ওপর হামলা চালালে জাপার কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
হামলাকারীদের কয়েকজন নিকটবর্তী দোকানে আশ্রয় নিলে জাপার কর্মীরা সেখানে ঢুকে তাদের পিটিয়ে আহত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফয়সাল ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি ও কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মিরাজ হোসেন রয়েছেন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল অভিযোগ করেন, ‘এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। বরিশালে তাদের থাকতে দেওয়া হবে না।’ তিনি দাবি করেন, এ হামলায় তিনিসহ অন্তত ৬ জন জাপা নেতা আহত হয়েছেন।
তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, তাদের নেতা-কর্মীরা কোনো হামলা করেনি, বরং মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
জেলার ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ সাব্বির বলেন, ‘আমরা বিএম কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা শেষে সদর রোডের পাশে চা খাচ্ছিলাম। এ সময় জাপার মিছিল থেকে আমাদের লক্ষ্য করে হামলা করা হয়। হামলাকারীদের একজনকে আমরা আটক করে পুলিশে দিয়েছি।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় কেউ আটক হয়নি। জাপার কর্মীরা মারধরের পর একজনকে আমাদের হাতে তুলে দেয়, আমরা তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৬ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৬ ঘণ্টা আগে