Ajker Patrika

পটুয়াখালীতে বৈরী আবহাওয়ার মধ্যেও চলছে অক্সিজেন সেবা

প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালীতে বৈরী আবহাওয়ার মধ্যেও চলছে অক্সিজেন সেবা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এমন বৈরী আবহাওয়ার মধ্যেও করোনা রোগীদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে `মেয়র অক্সিজেন ব্যাংক' এর সেবা কার্যক্রম।

পটুয়াখালী পৌর এলাকার করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যা হলে দ্রুতই বাড়িতে মিলবে অক্সিজেন সেবা। এ কারণে পটুয়াখালী পৌর সভার মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ “মেয়র অক্সিজেন ব্যাংক” নামে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করেছেন। গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে পটুয়াখালী পৌরসভা কার্যালয় শুরু হওয়া এই কার্যক্রম ইতিমধ্যে সারা শহরে ব্যাপক সারা ফেলেছে।

মেয়র অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক ফরহাদ জামান বাদল জানান, `মেয়র অক্সিজেন ব্যাংক' এর ২৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এ পর্যন্ত ২০ থেকে ২২ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৈরী আবহাওয়ার মধ্যেও ৮টি সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ’ আমরা একজন রোগীকে ৭ থেকে ৮ বার ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে থাকি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে থেমে থাকেনি আমাদের কার্যক্রম। তবে পটুয়াখালীতে অক্সিজেন সংকটের যে রুপ ধারণ করেছে। পটুয়াখালীতে সিলিন্ডার রিফিল করার কোন ব্যবস্থা নেই। যদি সিলিন্ডার রিফিল করার ব্যবস্থা হতো তাহলে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেতো। এ জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘২৪ ঘণ্টা এই অক্সিজেন ব্যাংকের সেবা চালু রয়েছে। দুর্যোগপূর্ণ এই বৈরী আবহাওয়ায় ও থেমে নেই আমাদের সেবা কার্যক্রম। শ্বাসকষ্টজনিত সমস্যা হলে হটলাইন নম্বর ০১৩১৩-১০০০৯৩ তে কল করে বিনা মূল্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত