নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কক্ষে আগুন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ওই দুই কক্ষে থাকা বেশ কিছু কাগজপত্র, জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যালয়টির ভোট কেন্দ্রের দুটি কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘সকালে বিদ্যালয় খুলে আমরা দেখতে পাই শিক্ষক মিলনায়তন কক্ষের মধ্যে আগুন দেওয়া হয়েছে। পাশের টিনশেড ভবনের একটি কক্ষেও আগুন দেওয়া হয়েছে। কক্ষের ভেতর কিছু কাগজপত্র পুড়ে গেছে এবং জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়েছে।’
চাদপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আদম আলী বলেন, ‘৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কে বা কারা আগুন লাগিয়েছে। সকালে গিয়ে দেখতে পাই বিদ্যালয়ের দুটি কক্ষের কাগজপত্র এবং আসবাব পুড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা বর্তমানে এসে কেন্দ্রটি পাহারা দিচ্ছে।’
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা রহমান বলেন, ‘চাদপাশা ইউনিয়নের একটি কেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি জানতে পেরে সকালে পুলিশ পাঠিয়েছি। বিদ্যালয়টির লাইব্রেরির কিছু কাগজপত্র পুড়েছে। জানালা ভেঙে আগুন দেওয়ার কারণে জানালার পর্দা পুড়ে গেছে এবং কিছু ফেস্টুন পুড়েছে।’
বরিশালের বাবুগঞ্জে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কক্ষে আগুন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ওই দুই কক্ষে থাকা বেশ কিছু কাগজপত্র, জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যালয়টির ভোট কেন্দ্রের দুটি কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘সকালে বিদ্যালয় খুলে আমরা দেখতে পাই শিক্ষক মিলনায়তন কক্ষের মধ্যে আগুন দেওয়া হয়েছে। পাশের টিনশেড ভবনের একটি কক্ষেও আগুন দেওয়া হয়েছে। কক্ষের ভেতর কিছু কাগজপত্র পুড়ে গেছে এবং জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়েছে।’
চাদপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আদম আলী বলেন, ‘৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কে বা কারা আগুন লাগিয়েছে। সকালে গিয়ে দেখতে পাই বিদ্যালয়ের দুটি কক্ষের কাগজপত্র এবং আসবাব পুড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা বর্তমানে এসে কেন্দ্রটি পাহারা দিচ্ছে।’
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা রহমান বলেন, ‘চাদপাশা ইউনিয়নের একটি কেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি জানতে পেরে সকালে পুলিশ পাঠিয়েছি। বিদ্যালয়টির লাইব্রেরির কিছু কাগজপত্র পুড়েছে। জানালা ভেঙে আগুন দেওয়ার কারণে জানালার পর্দা পুড়ে গেছে এবং কিছু ফেস্টুন পুড়েছে।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেল অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি শুরু হওয়ায় ঢাকা ও রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে...
৩৩ মিনিট আগেসাতক্ষীরার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লাকে পিঠের টিউমার অপারেশনের জন্য খুলনায় নিয়ে আসা হচ্ছিল। সকালে বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তারা খুলনার উদ্দেশ্যে রওনা হন। ডুমুরিয়ার নতুন রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে...
১ ঘণ্টা আগেরাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। এতে প্রায় ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়িঘর। ফসল হারিয়ে দিশেহারা কৃষকেরা এখন কাঁচা ধান গরুর খাবার হিসেবে কেটে নিচ্ছেন।
১ ঘণ্টা আগেসাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
২ ঘণ্টা আগে