বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। তার চিকিৎসার খরচ জোগাতে বাবাকে রিকশা ও গরু বিক্রি করতে হয়েছিল।
হৃদয় বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক মো. আনসার হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় ঢাকায় থেকে দিনমজুরের কাজ করত। ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে সে ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তার মাথায় তিনটি গুলি লাগে।
আওয়ামী লীগ সরকারের সময় হৃদয়কে গোপনে চিকিৎসা দেওয়া হয়। ৫ আগস্ট সরকারের পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও অবস্থার অবনতির আশঙ্কায় একটি গুলি বের করতে পারেননি। ফলে পুরোপুরি সুস্থ হয়নি হৃদয়। বিভিন্ন সময়ে সে অস্থির হয়ে পড়ত, প্রচণ্ড জ্বর উঠত। গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের সম্বল রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। মাথার তিনটা গুলির দুইটা বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। আরেকটা গুলি বের করা সম্ভব হয়নি। দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে থাকত।’
হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। ওর মাথার ভেতরে একটা গুলি ছিল। ওটা বের করতে পারেননি চিকিৎসকেরা। এতে ওর প্রচুর ব্যথা হতো এবং মাঝে মাঝে তীব্র জ্বর উঠত। কোনো সংগঠন বা ব্যক্তি আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমরা আমার ভাইকে হারিয়েছি।’
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘হৃদয়কে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলি। পরিবার সময়মতো বরিশালে নিতে পারেনি। বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।’
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। তার চিকিৎসার খরচ জোগাতে বাবাকে রিকশা ও গরু বিক্রি করতে হয়েছিল।
হৃদয় বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক মো. আনসার হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় ঢাকায় থেকে দিনমজুরের কাজ করত। ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে সে ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তার মাথায় তিনটি গুলি লাগে।
আওয়ামী লীগ সরকারের সময় হৃদয়কে গোপনে চিকিৎসা দেওয়া হয়। ৫ আগস্ট সরকারের পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও অবস্থার অবনতির আশঙ্কায় একটি গুলি বের করতে পারেননি। ফলে পুরোপুরি সুস্থ হয়নি হৃদয়। বিভিন্ন সময়ে সে অস্থির হয়ে পড়ত, প্রচণ্ড জ্বর উঠত। গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের সম্বল রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। মাথার তিনটা গুলির দুইটা বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। আরেকটা গুলি বের করা সম্ভব হয়নি। দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে থাকত।’
হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। ওর মাথার ভেতরে একটা গুলি ছিল। ওটা বের করতে পারেননি চিকিৎসকেরা। এতে ওর প্রচুর ব্যথা হতো এবং মাঝে মাঝে তীব্র জ্বর উঠত। কোনো সংগঠন বা ব্যক্তি আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমরা আমার ভাইকে হারিয়েছি।’
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘হৃদয়কে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলি। পরিবার সময়মতো বরিশালে নিতে পারেনি। বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
২ ঘণ্টা আগে