Ajker Patrika

ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালককে ৬ মাসের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১: ১৫
ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালককে ৬ মাসের কারাদণ্ড

ঝালকাঠি শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে জেলা প্রশাসকের গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক। আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় আমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। আমার কোনো ক্ষতি হয়নি।’  

ঘটনার পর ট্রাক চালককে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। 

ট্রাক চালক পারভেজ মোল্লার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাবলাতলা গ্রামে। পারভেজ একটি বেসরকারি কোম্পানির মালামাল ডেলিভারির কাজ করেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে খেয়াঘাট থেকে শহরের দিকে যাচ্ছিলো প্লাস্টিকের পাইপ ভর্তি ট্রাকটি। চালক গাড়িটি সঠিক নিয়ন্ত্রণ না করে জেলা প্রশাসকের গাড়িটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এবং ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত