আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে এক তরুণীকে (১৮) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই অভিযুক্ত তিন তরুণ নাঈম (২২), বেল্লাল (২১) ও নয়নকে (২১) গ্রেপ্তার করা হয়।
মামলায় জানা গেছে, গতকাল রাতে ওই তরুণী বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাঈম, বেল্লাল ও নয়ন তাঁর চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। পরে পাশের এলাকার ফসলের মাঠে হাত-পা বেঁধে ওই তরুণীকে তাঁরা ধর্ষণ করেন। ভুক্তভোগী তরুণীর মা আমতলী থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর দেওয়া তথ্যমতে ওই তিন তরুণকে আটক করে।
আজ সকালে তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম। এমন মুহূর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পাশের একটি মুগডালের খেতে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে। আমি অনেক অনুনয়-বিনয় করেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাইনি। আমি এ ঘটনার বিচার চাই।’
তরুণীর মা বলেন, ‘আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের শাস্তি দাবি করছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। আদালতে পাঠানো হয়েছে।’
বরগুনার আমতলীতে এক তরুণীকে (১৮) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই অভিযুক্ত তিন তরুণ নাঈম (২২), বেল্লাল (২১) ও নয়নকে (২১) গ্রেপ্তার করা হয়।
মামলায় জানা গেছে, গতকাল রাতে ওই তরুণী বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাঈম, বেল্লাল ও নয়ন তাঁর চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। পরে পাশের এলাকার ফসলের মাঠে হাত-পা বেঁধে ওই তরুণীকে তাঁরা ধর্ষণ করেন। ভুক্তভোগী তরুণীর মা আমতলী থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর দেওয়া তথ্যমতে ওই তিন তরুণকে আটক করে।
আজ সকালে তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম। এমন মুহূর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পাশের একটি মুগডালের খেতে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে। আমি অনেক অনুনয়-বিনয় করেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাইনি। আমি এ ঘটনার বিচার চাই।’
তরুণীর মা বলেন, ‘আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের শাস্তি দাবি করছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। আদালতে পাঠানো হয়েছে।’
সিলেটে মুজিবুর হত্যা মামলায় নারীসহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেআসামিরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উসকে দেওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট বিলি, সমাবেশে বক্তব্য, সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য দেন।
১৬ মিনিট আগেনাটোরের লালপুরে স্কুলছাত্রদের কাছে গাঁজা বিক্রির অভিযোগে আল আমিন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্কুলের টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে ধরা পড়েন তিনি। আজ বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেশ্রমিক অসন্তোষের কারণে টানা ২১ দিন বন্ধ রয়েছে কুষ্টিয়ায় বিএটি বাংলাদেশের অন্যতম প্রধান তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্ট (জিএলটিপি)। উন্মুক্ত আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে কারখানা চালুর ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে কুষ্টিয়া, মেহেরপুর...
২৩ মিনিট আগে