নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে এক স্কুলছাত্রসহ দুই জেলেকে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত কলেজছাত্র মো. সাকিবকে (২২) ৫ হাজার টাকা জরিমানা এবং মো. মিজান (৩০) ও রিদুল আলী হাওলাদার (২৪) নামের দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
আজ ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকাসংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিলেন তাঁরা। এ সময় উপজেলা মৎস্য অফিসের অভিযানকালে দায়িত্বে থাকা মেরিন ফিশারিজ অফিসার সৌরভ মণ্ডল ও নৌ পুলিশ নদীতে টহলে ছিল। তারা খবর পেয়ে অভিযান চালিয়ে ইলিশ নিধনকারী ওই তিনজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি ইলিশ এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. মিজান, রিদুল আলী হাওলাদারকে এক বছর করে কারাদণ্ড দেন। এ ছাড়া কলেজছাত্র সাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সৌরভ মণ্ডল বলেন, অভিযানে জব্দ মাছ দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে এক স্কুলছাত্রসহ দুই জেলেকে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত কলেজছাত্র মো. সাকিবকে (২২) ৫ হাজার টাকা জরিমানা এবং মো. মিজান (৩০) ও রিদুল আলী হাওলাদার (২৪) নামের দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
আজ ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকাসংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিলেন তাঁরা। এ সময় উপজেলা মৎস্য অফিসের অভিযানকালে দায়িত্বে থাকা মেরিন ফিশারিজ অফিসার সৌরভ মণ্ডল ও নৌ পুলিশ নদীতে টহলে ছিল। তারা খবর পেয়ে অভিযান চালিয়ে ইলিশ নিধনকারী ওই তিনজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি ইলিশ এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. মিজান, রিদুল আলী হাওলাদারকে এক বছর করে কারাদণ্ড দেন। এ ছাড়া কলেজছাত্র সাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সৌরভ মণ্ডল বলেন, অভিযানে জব্দ মাছ দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তাঁদের অভিযোগ, কয়েক দিন আগে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন কেনা নিয়ে পুলিশের সঙ্গে সিজুর বিরোধ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নেওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। বক্তারা বলেন, ‘সিজু সাঁতার জানত। সে পালানোর সময় পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়নি। পুলিশই পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ এই হত্যার ২৪ ঘণ্টার মধ্যে
১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সদ্য ঘোষিত চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় সদ্য ঘোষিত উপজেলার বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির কমিটির নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এ সময় গঠিত কম
১৫ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়
১৭ মিনিট আগেঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্তপ্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ।
২৯ মিনিট আগে