মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে রাতের আঁধারে বাইসাইকেল ও বাবার মোবাইল ফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছে আবু সাঈদ খান (১৪) নামের এক শিক্ষার্থী। ছয় দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এতে তার মা-বাবা ও স্বজনেরা উদ্বেগ জানিয়েছেন।
আবু সাঈদ খান মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে। সে কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গত ১২ মে রাত ৮টার দিকে সে বাড়ি থেকে নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজের ঘটনায় গত শনিবার সকালে আবু সাঈদের চাচা আরিফুল ইসলাম খান মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের দাবি, ওই শিক্ষার্থী আগে মাদ্রাসায় লেখাপড়া করত। আর মাদ্রাসার ছাত্ররা মাঝেমধ্যে মা-বাবাকে না জানিয়ে উধাও হয়ে থাকে।
নিখোঁজ শিক্ষার্থীর চাচা আরিফুল ইসলাম খান জানান, তাঁর ভাতিজা আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসার পড়ালেখায় ততটা মনোযোগী না হওয়ায় চলতি বছর তাঁকে বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি করানো হয়।
আরিফুল ইসলাম আরও জানান, গত ১২ মে রাতে এশার নামাজের সময় আবু সাঈদ বাইসাইকেল ও তার বাবার মোবাইল ফোন নিয়ে বের হয়। পরিবারের ধারণা ছিল আবু সাঈদ নামাজ আদায়ের জন্য মসজিদে গেছে। পরে রাতে ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। সন্ধান না পেয়ে গত শনিবার সকালে থানায় জিডি করা হয়েছে।
শিক্ষার্থীর বাবা মো. ইব্রাহীম খান বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সার্ভার জটিলতায় আগে জিডি করা সম্ভব হয়নি। ছেলের ভাগ্যে কী ঘটেছে তা আল্লাহই ভালো জানেন।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে খোঁজ শুরু করা হয়েছে।’
বরিশালের মুলাদীতে রাতের আঁধারে বাইসাইকেল ও বাবার মোবাইল ফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছে আবু সাঈদ খান (১৪) নামের এক শিক্ষার্থী। ছয় দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এতে তার মা-বাবা ও স্বজনেরা উদ্বেগ জানিয়েছেন।
আবু সাঈদ খান মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে। সে কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গত ১২ মে রাত ৮টার দিকে সে বাড়ি থেকে নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজের ঘটনায় গত শনিবার সকালে আবু সাঈদের চাচা আরিফুল ইসলাম খান মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের দাবি, ওই শিক্ষার্থী আগে মাদ্রাসায় লেখাপড়া করত। আর মাদ্রাসার ছাত্ররা মাঝেমধ্যে মা-বাবাকে না জানিয়ে উধাও হয়ে থাকে।
নিখোঁজ শিক্ষার্থীর চাচা আরিফুল ইসলাম খান জানান, তাঁর ভাতিজা আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসার পড়ালেখায় ততটা মনোযোগী না হওয়ায় চলতি বছর তাঁকে বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি করানো হয়।
আরিফুল ইসলাম আরও জানান, গত ১২ মে রাতে এশার নামাজের সময় আবু সাঈদ বাইসাইকেল ও তার বাবার মোবাইল ফোন নিয়ে বের হয়। পরিবারের ধারণা ছিল আবু সাঈদ নামাজ আদায়ের জন্য মসজিদে গেছে। পরে রাতে ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। সন্ধান না পেয়ে গত শনিবার সকালে থানায় জিডি করা হয়েছে।
শিক্ষার্থীর বাবা মো. ইব্রাহীম খান বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সার্ভার জটিলতায় আগে জিডি করা সম্ভব হয়নি। ছেলের ভাগ্যে কী ঘটেছে তা আল্লাহই ভালো জানেন।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে খোঁজ শুরু করা হয়েছে।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে গুরুত্বপূর্ণ পুল ও রাস্তা। প্রতি শুক্রবার শতাধিক যুবক অংশ নিচ্ছেন এই জনকল্যাণমূলক কাজে। স্থানীয় বাসিন্দাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে ইতিমধ্যে ১৮টি অকেজো পুল সংস্কার...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) পক্ষ থেকে ভারী যানবাহনের প্রবেশ ফি চার গুণেরও বেশি বৃদ্ধির প্রতিবাদে সব ধরনের কনটেইনার ও পণ্যবাহী যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে পরিবহন অপারেটররা।
১ ঘণ্টা আগেমামলার আসামিদের মধ্যে অন্যতম হলেন নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন, যিনি সম্প্রতি বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি ছিলেন। অন্যজন হলেন একই কমিটির সহসভাপতি সাহেদ উদ্দিন মেম্বার। এ ছাড়া অন্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরের ব্যস্ততম সড়কগুলোর অন্যতম মনিরামপুর-নওয়াপাড়া সড়ক। শিল্পনগরী নওয়াপাড়ার সঙ্গে বেনাপোল স্থলবন্দরে যোগাযোগের সংক্ষিপ্ত পথ এটি। নওয়াপাড়া থেকে মনিরামপুর হয়ে বেনাপোলসহ পশ্চিমাঞ্চলে স্বল্প সময়ে পণ্য সরবরাহে এই পথ ব্যবহার করছিলেন ব্যবসায়ীরা।
৩ ঘণ্টা আগে