আমতলী (বরগুনা) প্রতিনিধি
ব্যাংকে টাকা জমা দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরগুনার আমতলী সরকারি কলেজের দুই ছাত্রসহ তিনজনকে ছাত্রদলের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিনজন হলেন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র ইমরান ফকির, ওমর ফারুক ও ইমরানের সহযোগী জাহিদুল ইসলাম।
আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ইমরান গতকাল বুধবার দুপুরে কলেজের ফরম পূরণের টাকা জমা দিতে অগ্রণী ব্যাংকের লাইনে দাঁড়ান। সেখানে লাইন ভেঙে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মৃধা ও সহদপ্তর সম্পাদক ফরহাদ টাকা জমা দেন। এতে ইমরান প্রতিবাদ জানালে পরে কলেজে সজল ও ফরহাদের নেতৃত্বে ১২-১৫ জন তাঁকে মারধর করেন। এ সময় আরেক ছাত্র ওমর তাঁকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও মার খান।
ঘটনাটি মীমাংসা করতে ওই দিন সন্ধ্যায় ইমরানকে বাসায় ডাকেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান খাঁন। পরে ইমরান ও তাঁর সহযোগী জাহিদুল ছাত্রদলের সদস্যসচিবের বাসার সামনে পৌঁছার আগেই সংগঠনটির ২০-২৫ নেতা-কর্মী দুজনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। আশপাশের লোকজন পরে তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতে তাঁদের বরিশালে পাঠানো হয়।
জানতে চাইলে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতা ইমরান ফকির ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় আমাকে ও ফরহাদকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে কলেজে এসে ইমরান ফকির ও তার সহযোগী রনি গাজী, ওমর ফারুক ও সমন্বয়ক আবিদ ছাত্রদলের নেতাদের ওপর হামলা করে। এতে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক রব্বানী আহত হন। রব্বানী বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান খাঁন বলেন, ‘কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণবিষয়ক সম্পাদক মো. শহীদ মল্লিকের অনুরোধে মীমাংসা করতে ইমরান ফকিরকে ডেকেছিলাম, কিন্তু পথে তাদের কে বা কারা মারধর করেছে তা আমার জানা নেই। ছাত্রলীগ নেতা ইমরান ফকির উল্টো ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মৃধাসহ কয়েকজনকে মারধর করেছে।’
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি বলেন, ‘বিষয়টি জেনেছি। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের আলোকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘দুজন ছাত্রকে মারধরের কথা শুনেছি কিন্তু এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যাংকে টাকা জমা দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরগুনার আমতলী সরকারি কলেজের দুই ছাত্রসহ তিনজনকে ছাত্রদলের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিনজন হলেন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র ইমরান ফকির, ওমর ফারুক ও ইমরানের সহযোগী জাহিদুল ইসলাম।
আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ইমরান গতকাল বুধবার দুপুরে কলেজের ফরম পূরণের টাকা জমা দিতে অগ্রণী ব্যাংকের লাইনে দাঁড়ান। সেখানে লাইন ভেঙে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মৃধা ও সহদপ্তর সম্পাদক ফরহাদ টাকা জমা দেন। এতে ইমরান প্রতিবাদ জানালে পরে কলেজে সজল ও ফরহাদের নেতৃত্বে ১২-১৫ জন তাঁকে মারধর করেন। এ সময় আরেক ছাত্র ওমর তাঁকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও মার খান।
ঘটনাটি মীমাংসা করতে ওই দিন সন্ধ্যায় ইমরানকে বাসায় ডাকেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান খাঁন। পরে ইমরান ও তাঁর সহযোগী জাহিদুল ছাত্রদলের সদস্যসচিবের বাসার সামনে পৌঁছার আগেই সংগঠনটির ২০-২৫ নেতা-কর্মী দুজনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। আশপাশের লোকজন পরে তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতে তাঁদের বরিশালে পাঠানো হয়।
জানতে চাইলে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতা ইমরান ফকির ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় আমাকে ও ফরহাদকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে কলেজে এসে ইমরান ফকির ও তার সহযোগী রনি গাজী, ওমর ফারুক ও সমন্বয়ক আবিদ ছাত্রদলের নেতাদের ওপর হামলা করে। এতে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক রব্বানী আহত হন। রব্বানী বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান খাঁন বলেন, ‘কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণবিষয়ক সম্পাদক মো. শহীদ মল্লিকের অনুরোধে মীমাংসা করতে ইমরান ফকিরকে ডেকেছিলাম, কিন্তু পথে তাদের কে বা কারা মারধর করেছে তা আমার জানা নেই। ছাত্রলীগ নেতা ইমরান ফকির উল্টো ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মৃধাসহ কয়েকজনকে মারধর করেছে।’
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি বলেন, ‘বিষয়টি জেনেছি। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের আলোকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘দুজন ছাত্রকে মারধরের কথা শুনেছি কিন্তু এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মার শাখা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে এই মানববন্ধন হয়। স্থানীয় জুনিসার বায়তুল আমান জামে মসজিদ-সংলগ্ন ভাঙনকবলিত এলাকায় এই কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
২৩ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়ায় রেজাউল করিম ঝন্টু নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পূর্বশত্রুতার জের ধরে রুবেল (৩৫) নামে এক যুবক তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
২৬ মিনিট আগেকিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম শরিফুল ইসলাম শরীফ (৪০)। তিনি বাজিতপুর উপজেলার গজারিয়ার মৃত বকুল মিয়ার ছেলে।
৩৮ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাড়াশ উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রসহ প্রায় ১৫ জনের একটি ডাকাত দল সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি করে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে যানবাহনের চালকদের...
১ ঘণ্টা আগে