আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’
বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’
যশোরের অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং অব্যাহত রয়েছে। এতে ফুঁসে উঠেছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দাখিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেলাইসেন্স ও অনুমোদন না নিয়েই মেট্রোরেল লাইন-৬ (এমআরটি-৬)-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ সম্প্রসারণ চলছে। অথচ আইনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) থেকে লাইসেন্স নিয়ে নির্মাণকাজ শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
৫ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
৫ ঘণ্টা আগে