Ajker Patrika

মেঘনা থেকে থ্রিপিস-শাড়িসহ ২২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬: ০৬
মেঘনা থেকে থ্রিপিস-শাড়িসহ ২২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে পাচার হওয়া ভারতীয় শাড়ি, থ্রিপিস, চিকিৎসাসামগ্রীসহ প্রায় ২২ কোটি টাকার পণ্য ভোলার মেঘনা নদী থেকে জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের মধ্যে ১৭ হাজার ৮২৪টি বিভিন্ন মানের ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রিপিস ও ৬ হাজার ৪৪২টি চিকিৎসাসামগ্রী রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম (স্টাফ অফিসার) এ তথ্য জানান।

এম মমিনুল ইসলাম জানান, সোমবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলীসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল। এ সময় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকাটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড চার রাউন্ড ফাঁকা গুলি করার পর পাচারকারীরা নৌকাটি চরের পাশে রেখে পালিয়ে যায়।

এম মমিনুল ইসলাম আরও জানান, এফবি আবিদ নামের ওই নৌকায় শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা এসব পণ্য পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা পণ্য ও নৌকাটি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত