Ajker Patrika

পিরোজপুরের সাংবাদিক মিজানের চিকিৎসায় ২০ লাখ টাকার প্রয়োজন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের সাংবাদিক মিজানের চিকিৎসায় ২০ লাখ টাকার প্রয়োজন

ক্যানসারের কেমোথেরাপি দেওয়ার পরে আবারও সাংবাদিক মো. মিজানুর রহমান মিজানের শরীরে পুনরায় এর জীবাণু ধরা পড়েছে। মাত্র কয়েক মাস আগে ক্যানসারের চিকিৎসার জন্য নানা পরীক্ষা ও কেমোথেরাপি দিতে তার ২০ লাখ টাকা খরচ হয়। কেমোথেরাপি দেওয়ার পরে কিছুটা সুস্থ হলেও বর্তমানে আবারও তার শরীরে ক্যানসারের জীবাণু ধরা পড়ে। এ অবস্থায় সাংবাদিক মিজানকে বাঁচাতে হলে ক্যানসারের চিকিৎসা নানা পরীক্ষা ও কেমোথেরাপি দিতে ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। 

সাংবাদিক মিজান পিরোজপুরের গাজী টেলিভিশনের (জিটিভি) প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক। 

পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এবং পিরোজপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মিজানের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়। তবে মিজানের এই সংকটময় সময়ে সে ক্ষুদ্র প্রচেষ্টা অপ্রতুল। তাই সমাজের দানশীল ব্যক্তিবর্গের কাছে সাংবাদিক মিজানের চিকিৎসায় মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য প্রেস ক্লাবের পক্ষে আহ্বান জানানো হয়েছে। 

মিজানকে চিকিৎসার সহযোগিতার জন্য মিজানের মোবাইল ফোন নম্বর (০১৯১৬৭০৬২৬০) বা পিরোজপুর প্রেসক্লাবের অ্যাডহক কমিটির সদস্যসচিব এস এম রেজাউল করিম শামীম এর মোবাইল নম্বর (০১৭২৮৫৩৭৭৪৪) এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত