Ajker Patrika

পিয়ন পদে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৫৪
পিয়ন পদে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) পদে চাকরি দেওয়ার নামে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ কয়েক বছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত চাকরি দেননি বলে অভিযোগ করেছেন সাহিন সিকদার নামের এক যুবক।

সাহিন সিকদার কলেজসংলগ্ন ফকির বাড়ি সড়কের বাসিন্দা। আজ রোববার সকালে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে উল্টো সাহিন সিকদারের বিরুদ্ধে ১৪ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ তুলেছেন অধ্যক্ষ।

সংবাদ সম্মেলনে সাহিন সিকদার বলেন, ফকির বাড়ি সড়কের অধ্যক্ষের মালিকানাধীন মাতৃছায়া কিন্ডারগার্টেনের সামনে ফলের ব্যবসা করার সুবাদে সুজিত কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কের একপর্যায়ে কলেজের পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৯ লাখ টাকা নেন অধ্যক্ষ। 

চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে অধ্যক্ষ টালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত বছরের ২৯ মার্চ সাহিনকে অপহরণের পর বেদম মারধর ও জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান অধ্যক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এসব ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে সাহিন দুটি মামলা করেছেন। কিন্তু মামলা পরিচালনায় আদালতে না যেতে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বলেন, ‘ফলের ব্যবসায় বিনিয়োগের জন্য তিনি সাহিনকে ১৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ার জন্য সে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।’

অধ্যক্ষের দাবি, টাকা ফেরত বাবদ সাহিন ১৪ লাখ টাকার চেক দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট হিসাব নম্বরে টাকা না থাকায় তিনি সাহিনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেছেন।

তবে সাহিন বলেন, তাঁকে অপহরণের সময় সঙ্গে থাকা চেকসহ একটি মানিব্যাগ নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের তিন মাস পর ১৪ লাখ টাকা পাওনার একটি উকিল নোটিশ দিয়েছেন অধ্যক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত