আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় আলু প্রদর্শনী খেতের জন্য কৃষি অফিস থেকে নিম্নমানের খাবার আলু বিতরণের অভিযোগ উঠেছে। বীজ আলুতে অঙ্কুরোদ্গম না হওয়ায় উপকারভোগী কৃষকেরা খেত প্রস্তুত করে বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলার কৃষকদের মাঝে আলু প্রদর্শনী খেতের জন্য রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের চাষি আমল হালদার, পশ্চিম মোল্লাপাড়া গ্রামের চাষি দশরত হালদার, একই গ্রামের মকবুল হোসেন জমাদ্দার, বাকাল ইউনিয়নের বড়মগরা গ্রামের চাষি তরনী শিকারি ও বাকাল গ্রামের যতীন্দ্রনাথ মিস্ত্রিকে পাঁচজন আলুচাষিকে নির্ধারণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। সম্প্রতি এসব চাষির প্রত্যেককে ইউরিয়া ২৫ কেজি, পটাশ ৩০ কেজি, জৈবসার ১৪ কেজি, ডিএফপি ২০ কেজি, দস্তা ১ কেজি, জিং ১ কেজি ও বীজ আলু ২০০ কেজি দেওয়া হয়।
উপকারভোগী কৃষকেরা জানান, চলতি মৌসুমে চাষিরা বীজ আলু রোপণের জন্য জমি চাষ ও সার দিয়ে প্রস্তুত করেন। চাষিরা বীজ আলুর বস্তা খুলে কাটা, পচা ও নিম্নমানের খাবার আলু দেখতে পান। বীজ আলুতে অঙ্কুরোদ্গম হয়নি। পরিবর্তে নিম্নমানের আলু বিতরণ করায় চাষিরা আলু প্রদর্শনীর খেতে আলু রোপণ করতে পারছেন না। চাষিরা টাকা খরচ করে জমি প্রস্তুত করলেও কৃষি অফিসের দেওয়া নিম্নমানের আলুর বীজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
উপকারভোগী চাষি তরনী শিকারি বলেন, ২৫-৩০ বছর ধরে আলু চাষ করে আসছি। আগে বাজার থেকে কেনা ও সরকারিভাবে পাওয়া আলুর বীজের বস্তায় কোম্পানির নাম, আলুর জাত, মেয়াদ ও বস্তার মুখে মেশিনের সেলাইসহ টোকেন লাগানো থাকত। এবারের আলুর বস্তায় এসব কিছুই নেই। মনে হয় বাজার থেকে খাবার আলু তিনে দিয়েছে কৃষি অফিস।
নিম্নমানের খাবার আলু পেয়েছেন বলে জানান উপকারভোগী আলুচাষি মকবুল হোসেন জমাদ্দার ও দশরত হালদার। তাঁরা বলেন, কৃষি অফিসের প্রদর্শনীর জন্য দেওয়া আলুতে কোনো অঙ্কুরোদ্গম হয়নি। বীজ আলু না দিয়ে বাজার থেকে কিনে নিম্নমানের খাবার আলু বিতরণ করেছে। এই আলু রোপণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আলু চাষের জন্য আমরা জমি প্রস্তুত করে ফেলেছি। আলু রোপণের জন্য প্রস্তুত করা জমিতে অন্য কোনো ফসল চাষ করা সম্ভব নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় বলেন, বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) বীজ আলু পাওয়া না যাওয়ায় জয়পুরহাট থেকে বীজ আলু কিনে প্রদর্শনীর চাষিদের মাঝে সরবরাহ করা হয়েছে। চাষিরা যদি এই আলু রোপণে অনীহা প্রকাশ করেন তাহলে চাষিদের আলু পরিবর্তন করে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে বীজ আলু দেখে চাষিদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।
বরিশালের আগৈলঝাড়ায় আলু প্রদর্শনী খেতের জন্য কৃষি অফিস থেকে নিম্নমানের খাবার আলু বিতরণের অভিযোগ উঠেছে। বীজ আলুতে অঙ্কুরোদ্গম না হওয়ায় উপকারভোগী কৃষকেরা খেত প্রস্তুত করে বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলার কৃষকদের মাঝে আলু প্রদর্শনী খেতের জন্য রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের চাষি আমল হালদার, পশ্চিম মোল্লাপাড়া গ্রামের চাষি দশরত হালদার, একই গ্রামের মকবুল হোসেন জমাদ্দার, বাকাল ইউনিয়নের বড়মগরা গ্রামের চাষি তরনী শিকারি ও বাকাল গ্রামের যতীন্দ্রনাথ মিস্ত্রিকে পাঁচজন আলুচাষিকে নির্ধারণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। সম্প্রতি এসব চাষির প্রত্যেককে ইউরিয়া ২৫ কেজি, পটাশ ৩০ কেজি, জৈবসার ১৪ কেজি, ডিএফপি ২০ কেজি, দস্তা ১ কেজি, জিং ১ কেজি ও বীজ আলু ২০০ কেজি দেওয়া হয়।
উপকারভোগী কৃষকেরা জানান, চলতি মৌসুমে চাষিরা বীজ আলু রোপণের জন্য জমি চাষ ও সার দিয়ে প্রস্তুত করেন। চাষিরা বীজ আলুর বস্তা খুলে কাটা, পচা ও নিম্নমানের খাবার আলু দেখতে পান। বীজ আলুতে অঙ্কুরোদ্গম হয়নি। পরিবর্তে নিম্নমানের আলু বিতরণ করায় চাষিরা আলু প্রদর্শনীর খেতে আলু রোপণ করতে পারছেন না। চাষিরা টাকা খরচ করে জমি প্রস্তুত করলেও কৃষি অফিসের দেওয়া নিম্নমানের আলুর বীজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
উপকারভোগী চাষি তরনী শিকারি বলেন, ২৫-৩০ বছর ধরে আলু চাষ করে আসছি। আগে বাজার থেকে কেনা ও সরকারিভাবে পাওয়া আলুর বীজের বস্তায় কোম্পানির নাম, আলুর জাত, মেয়াদ ও বস্তার মুখে মেশিনের সেলাইসহ টোকেন লাগানো থাকত। এবারের আলুর বস্তায় এসব কিছুই নেই। মনে হয় বাজার থেকে খাবার আলু তিনে দিয়েছে কৃষি অফিস।
নিম্নমানের খাবার আলু পেয়েছেন বলে জানান উপকারভোগী আলুচাষি মকবুল হোসেন জমাদ্দার ও দশরত হালদার। তাঁরা বলেন, কৃষি অফিসের প্রদর্শনীর জন্য দেওয়া আলুতে কোনো অঙ্কুরোদ্গম হয়নি। বীজ আলু না দিয়ে বাজার থেকে কিনে নিম্নমানের খাবার আলু বিতরণ করেছে। এই আলু রোপণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আলু চাষের জন্য আমরা জমি প্রস্তুত করে ফেলেছি। আলু রোপণের জন্য প্রস্তুত করা জমিতে অন্য কোনো ফসল চাষ করা সম্ভব নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় বলেন, বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) বীজ আলু পাওয়া না যাওয়ায় জয়পুরহাট থেকে বীজ আলু কিনে প্রদর্শনীর চাষিদের মাঝে সরবরাহ করা হয়েছে। চাষিরা যদি এই আলু রোপণে অনীহা প্রকাশ করেন তাহলে চাষিদের আলু পরিবর্তন করে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে বীজ আলু দেখে চাষিদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
২৩ মিনিট আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
২৮ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগেসামনে জাতীয় নির্বাচন, একে সামনে রেখে এখন থেকে আপনাকে সারাদেশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তা না হলে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আপনি যত দ্রুত সম্ভব সারা দেশ
১ ঘণ্টা আগে