কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। গত বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে পর্যটকের আগমন ঘটে। গত শুক্রবার এবং আজ শনিবার এখানে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আগত পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। আবার অনেকে ঘুরছেন ঘোড়া, মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে। কেউ আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন, বন্যা ও অতিবৃষ্টির কারণে সম্প্রতি দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পর্যটক শূন্য হয়ে পড়েছিল। দীর্ঘদিন পর পর্যটকদের বাড়তি উপস্থিতিতে অনেকটা উচ্ছ্বসিত এখানকার ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছেন টুরিস্ট পুলিশের সদস্যরা।
আজ ও গতকাল সরেজমিন দেখা যায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশপাশের জায়গাজুড়ে আনন্দে মেতেছেন পর্যটকেরা। অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ততা বেড়েছে নগরীর খাবার হোটেলসহ পর্যটন নির্ভর সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। একই সঙ্গে বেড়েছে হোটেলের কক্ষ বুকিং সংখ্যাও।
খুলনা থেকে আসা পর্যটক লাবিব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসেছি। সৈকত আর সাগরের ঢেউ বেশ মুগ্ধ হয়েছি। তবে সৈকতের বেহাল দশা দেখে হতাশ হয়েছি। যত্রতত্র পড়ে থাকা জিও টিউব আর জিও ব্যাগের কারণে আসল সৌন্দর্য নির্বিঘ্নে উপভোগ করা যায় না।’
সিলেট থেকে আসা পর্যটক সুনীল কর্মকার জানান, কুয়াকাটায় আসতে ১৫ কিলোমিটার রাস্তা সংস্কার প্রয়োজন। এখানে উপভোগ করার অনেক স্পট আছে। তবে সৈকতের সৌন্দর্য রক্ষায় কাজ করা উচিত।
কুয়াকাটা খাবার হোটেল পায়রা মিনি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টর ব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, ‘বিগত দিনে বিক্রি খুবই খারাপ অবস্থায় ছিল। তবে বৃহস্পতিবার রাত থেকে ভালোই বিক্রি করতে পেরেছি।’
কুয়াকাটা বেষ্ট সাউদার্ন আবাসিক হোটেলের জেনারেল ম্যানেজার আবুল কালাম বলেন, ‘টানা ছুটিতে আমাদের আবাসিক হোটেল শতভাগ রিজার্ভ। অনেক দিন পরই এমন পর্যটক এসেছে কুয়াকাটায়। পর্যটকদের চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করছি।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি কেএম জহির আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন ধরে পর্যটক আসতে শুরু করছে। সাধ্যমতো তাদের সেবা দেওয়া হচ্ছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার দিতে আমরা বদ্ধপরিকর। দেশে চলমান অস্থিরতা কেটে যাওয়ার ফলে পর্যটক বাড়ছে কুয়াকাটায়। তাদের নিরাপদ ভ্রমণে মাইকিংসহ সব প্রস্তুতি রয়েছে।’
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। গত বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে পর্যটকের আগমন ঘটে। গত শুক্রবার এবং আজ শনিবার এখানে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আগত পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। আবার অনেকে ঘুরছেন ঘোড়া, মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে। কেউ আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন, বন্যা ও অতিবৃষ্টির কারণে সম্প্রতি দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পর্যটক শূন্য হয়ে পড়েছিল। দীর্ঘদিন পর পর্যটকদের বাড়তি উপস্থিতিতে অনেকটা উচ্ছ্বসিত এখানকার ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছেন টুরিস্ট পুলিশের সদস্যরা।
আজ ও গতকাল সরেজমিন দেখা যায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশপাশের জায়গাজুড়ে আনন্দে মেতেছেন পর্যটকেরা। অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ততা বেড়েছে নগরীর খাবার হোটেলসহ পর্যটন নির্ভর সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। একই সঙ্গে বেড়েছে হোটেলের কক্ষ বুকিং সংখ্যাও।
খুলনা থেকে আসা পর্যটক লাবিব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসেছি। সৈকত আর সাগরের ঢেউ বেশ মুগ্ধ হয়েছি। তবে সৈকতের বেহাল দশা দেখে হতাশ হয়েছি। যত্রতত্র পড়ে থাকা জিও টিউব আর জিও ব্যাগের কারণে আসল সৌন্দর্য নির্বিঘ্নে উপভোগ করা যায় না।’
সিলেট থেকে আসা পর্যটক সুনীল কর্মকার জানান, কুয়াকাটায় আসতে ১৫ কিলোমিটার রাস্তা সংস্কার প্রয়োজন। এখানে উপভোগ করার অনেক স্পট আছে। তবে সৈকতের সৌন্দর্য রক্ষায় কাজ করা উচিত।
কুয়াকাটা খাবার হোটেল পায়রা মিনি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টর ব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, ‘বিগত দিনে বিক্রি খুবই খারাপ অবস্থায় ছিল। তবে বৃহস্পতিবার রাত থেকে ভালোই বিক্রি করতে পেরেছি।’
কুয়াকাটা বেষ্ট সাউদার্ন আবাসিক হোটেলের জেনারেল ম্যানেজার আবুল কালাম বলেন, ‘টানা ছুটিতে আমাদের আবাসিক হোটেল শতভাগ রিজার্ভ। অনেক দিন পরই এমন পর্যটক এসেছে কুয়াকাটায়। পর্যটকদের চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করছি।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি কেএম জহির আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন ধরে পর্যটক আসতে শুরু করছে। সাধ্যমতো তাদের সেবা দেওয়া হচ্ছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার দিতে আমরা বদ্ধপরিকর। দেশে চলমান অস্থিরতা কেটে যাওয়ার ফলে পর্যটক বাড়ছে কুয়াকাটায়। তাদের নিরাপদ ভ্রমণে মাইকিংসহ সব প্রস্তুতি রয়েছে।’
মুন্সিগঞ্জ কারাগারে বন্দী সারোয়ার হোসেন নান্নু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে কারাগার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
২ মিনিট আগেখাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৫ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৯ মিনিট আগে