নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে বরিশালে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন-বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরিদয়া গ্রামের শয়ন চন্দ্র শীল (২১) ও সুমন ফকির (৩৬)।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের উপস্থিতিতে বিচারক রায় পড়ে শোনান। পরে মৃত্যু পরোয়ানাসহ দুজনকে কারাগারে পাঠানো হয়। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।’
মামলার এজাহার জানা গেছে, ২০২২ সালের ১২ জানুয়ারি কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীর নালায় বিধবা মরিয়ম বেগমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইমারান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১১ জানুয়ারি রাতে ইমারান গৌরনদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ভুক্তভোগী বসতঘরে একা ছিলেন।
পুলিশি তদন্তে জানা যায়, একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে লাঠি ও ইটের আঘাতে হত্যা করে বাড়ি সংলগ্ন নদীর নালায় ফেলে রেখে যায়। তবে নালায় পানি কম থাকায় মৃতদেহটি ভেসে ওঠে। পুলিশ দুই দুর্বৃত্ত শয়ন ও সুমনকে শনাক্তের পর গ্রেপ্তার করে। দুজনই ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে বরিশালে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন-বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরিদয়া গ্রামের শয়ন চন্দ্র শীল (২১) ও সুমন ফকির (৩৬)।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের উপস্থিতিতে বিচারক রায় পড়ে শোনান। পরে মৃত্যু পরোয়ানাসহ দুজনকে কারাগারে পাঠানো হয়। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।’
মামলার এজাহার জানা গেছে, ২০২২ সালের ১২ জানুয়ারি কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীর নালায় বিধবা মরিয়ম বেগমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইমারান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১১ জানুয়ারি রাতে ইমারান গৌরনদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ভুক্তভোগী বসতঘরে একা ছিলেন।
পুলিশি তদন্তে জানা যায়, একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে লাঠি ও ইটের আঘাতে হত্যা করে বাড়ি সংলগ্ন নদীর নালায় ফেলে রেখে যায়। তবে নালায় পানি কম থাকায় মৃতদেহটি ভেসে ওঠে। পুলিশ দুই দুর্বৃত্ত শয়ন ও সুমনকে শনাক্তের পর গ্রেপ্তার করে। দুজনই ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৩ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২৯ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৩৬ মিনিট আগে