মুলাদী(বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ছয়দিন পর সাত শতাধিক গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে সেই পাঁচ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
গতকাল সোমবার রাতে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পাড়ে ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলঘর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এর আগে ২০ নভেম্বর ‘মুলাদীতে কর্মীদের ওপর হামলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে ৭ শতাধিক গ্রাহক’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
গত ১৯ নভেম্বর গ্রাহকের কাছে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহতের অভিযোগে ওই তিন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছিল শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিস। তবে এসব এলাকায় বিদ্যুৎ চালু হলেও ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সী, তাঁর ছেলে জহির মুন্সীসহ পাঁচ পরিবার সংযোগ পাননি বলে অভিযোগ করেছেন। তাদের মিটার ও তার খুলে নিয়ে যায় পল্লী বিদ্যুতের কর্মীরা।
ভেদুরিয়া গ্রামের বাহাউদ্দীন জানান, গত ১৯ নভেম্বর দুপুরে মিটার রিডার রুবেল মিয়া রিডিং সংগ্রহ করতে গেলে ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর ছেলে জহির মুন্সীর সঙ্গে ঝামেলা হয়। বিষয়টি নিস্পত্তির জন্য গোসাইরহাট জোনাল অফিসের ডিজিএম ঘটনাস্থলে কর্মকর্তা ও লাইন ম্যানদের পাঠান। ওই সময়ে জহির মুন্সীর লোকজন হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের ছয় কর্মীকে আহত করেন।
ওই ঘটনার জের ধরে পল্লী বিদ্যুতের লোকজন ছালাম মুন্সীসহ ৫ পরিবারের মিটার ও তার খুলে নেয় এবং তিন এলাকার ৭ শতাধিক গ্রাহকের বিদ্যুৎ বন্ধ করে দেয়। এছাড়া একই পরিবারের সাত জনসহ ১১ জনের বিরুদ্ধে মামলাও করেছেন পল্লী বিদ্যুতের লোকজনেরা। ২৫ নভেম্বর রাতে বিদ্যুৎ লাইন চালু করেন পল্লী বিদ্যুতের কর্মীরা।
এ ব্যাপারে ছালাম মুন্সী বলেন, ভুল বোঝাবুঝিতে পল্লী বিদ্যুতের লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। তারা অবৈধভাবে মিটার ও তার খুলে নিয়েছেন আবার মামলাও করেছেন। পল্লী বিদ্যুৎ সংযোগ না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
গোসাইরহাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া বলেন, তিন এলাকায় সংযোগ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার নিস্পত্তি হলেই তাদের দ্রুত সংযোগ দেওয়া হবে।
বরিশালের মুলাদীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ছয়দিন পর সাত শতাধিক গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে সেই পাঁচ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
গতকাল সোমবার রাতে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পাড়ে ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলঘর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এর আগে ২০ নভেম্বর ‘মুলাদীতে কর্মীদের ওপর হামলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে ৭ শতাধিক গ্রাহক’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
গত ১৯ নভেম্বর গ্রাহকের কাছে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহতের অভিযোগে ওই তিন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছিল শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিস। তবে এসব এলাকায় বিদ্যুৎ চালু হলেও ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সী, তাঁর ছেলে জহির মুন্সীসহ পাঁচ পরিবার সংযোগ পাননি বলে অভিযোগ করেছেন। তাদের মিটার ও তার খুলে নিয়ে যায় পল্লী বিদ্যুতের কর্মীরা।
ভেদুরিয়া গ্রামের বাহাউদ্দীন জানান, গত ১৯ নভেম্বর দুপুরে মিটার রিডার রুবেল মিয়া রিডিং সংগ্রহ করতে গেলে ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর ছেলে জহির মুন্সীর সঙ্গে ঝামেলা হয়। বিষয়টি নিস্পত্তির জন্য গোসাইরহাট জোনাল অফিসের ডিজিএম ঘটনাস্থলে কর্মকর্তা ও লাইন ম্যানদের পাঠান। ওই সময়ে জহির মুন্সীর লোকজন হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের ছয় কর্মীকে আহত করেন।
ওই ঘটনার জের ধরে পল্লী বিদ্যুতের লোকজন ছালাম মুন্সীসহ ৫ পরিবারের মিটার ও তার খুলে নেয় এবং তিন এলাকার ৭ শতাধিক গ্রাহকের বিদ্যুৎ বন্ধ করে দেয়। এছাড়া একই পরিবারের সাত জনসহ ১১ জনের বিরুদ্ধে মামলাও করেছেন পল্লী বিদ্যুতের লোকজনেরা। ২৫ নভেম্বর রাতে বিদ্যুৎ লাইন চালু করেন পল্লী বিদ্যুতের কর্মীরা।
এ ব্যাপারে ছালাম মুন্সী বলেন, ভুল বোঝাবুঝিতে পল্লী বিদ্যুতের লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। তারা অবৈধভাবে মিটার ও তার খুলে নিয়েছেন আবার মামলাও করেছেন। পল্লী বিদ্যুৎ সংযোগ না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
গোসাইরহাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া বলেন, তিন এলাকায় সংযোগ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার নিস্পত্তি হলেই তাদের দ্রুত সংযোগ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে