পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা। ঝড়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঝড় শুরু হয়। এর আগে ৯টার দিকে বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় সদর উপজেলার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঝড়ে ঘরের গাছ উপড়ে পড়ে রুবি বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। রুবি বেগম রানীপুর মরিচাল এলাকার মিরাজ সরদারের স্ত্রী। রুবি বেগমের আট মাসের মেয়ে মেহেজাবিন গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। এ ছাড়া ঝড় শুরু হলে নলবুনিয়া গ্রামের খালে পড়ে অনিল পাল (৮২) নামে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় তিন-চারজন আহত হয়েছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ঝড়ে বিভিন্ন এলাকায় ২৪টি খুঁটি ভেঙে গেছে, ৪৫টি ক্রস আর্ম ভেঙেছে, ৫৬টি ইনসুলেটর, ১৭০টি মিটার, ৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫৭টি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকে পড়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। কত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে তা জানাতে পারেনি তারা।
এদিকে ঝড়ের আগমুহূর্তে বিদ্যুৎ চলে গেলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছেন বহু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০ লক্ষাধিক মানুষ।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান বলেন, ‘ঝড়ের মধ্যেই আমরা এসে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাজ শুরু করি। এ উদ্ধার অভিযান চলমান আছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।’
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, ‘ঝড়ে পিরোজপুরের বিভিন্ন উপজেলাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের লোকজন মাঠে কাজ করছেন। ক্ষতির পরিমাণ অনেক। আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সংযোগ দিতে পারব বলা অনিশ্চিত।’
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
পিরোজপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা। ঝড়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঝড় শুরু হয়। এর আগে ৯টার দিকে বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় সদর উপজেলার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঝড়ে ঘরের গাছ উপড়ে পড়ে রুবি বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। রুবি বেগম রানীপুর মরিচাল এলাকার মিরাজ সরদারের স্ত্রী। রুবি বেগমের আট মাসের মেয়ে মেহেজাবিন গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। এ ছাড়া ঝড় শুরু হলে নলবুনিয়া গ্রামের খালে পড়ে অনিল পাল (৮২) নামে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় তিন-চারজন আহত হয়েছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ঝড়ে বিভিন্ন এলাকায় ২৪টি খুঁটি ভেঙে গেছে, ৪৫টি ক্রস আর্ম ভেঙেছে, ৫৬টি ইনসুলেটর, ১৭০টি মিটার, ৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫৭টি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকে পড়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। কত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে তা জানাতে পারেনি তারা।
এদিকে ঝড়ের আগমুহূর্তে বিদ্যুৎ চলে গেলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছেন বহু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০ লক্ষাধিক মানুষ।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান বলেন, ‘ঝড়ের মধ্যেই আমরা এসে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাজ শুরু করি। এ উদ্ধার অভিযান চলমান আছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।’
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, ‘ঝড়ে পিরোজপুরের বিভিন্ন উপজেলাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের লোকজন মাঠে কাজ করছেন। ক্ষতির পরিমাণ অনেক। আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সংযোগ দিতে পারব বলা অনিশ্চিত।’
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১৯ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
২৬ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে পার্সিয়ান প্রজাতির সেই পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন মালিক মো. সানাউল্লাহ। আজ রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়ালছানাগ
৩১ মিনিট আগে