Ajker Patrika

ভোটে তো আমরা নিজেরা নিজেরা: আ.লীগ নেতা রাজু 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০: ৪৩
ভোটে তো আমরা নিজেরা নিজেরা: আ.লীগ নেতা রাজু 

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু। 

তিনি বলেছেন, ‘এখানে তো আমরা নিজেরা নিজেরা ভোটে আছি। তারপরও আওয়ামী লীগের কতিপয় নেতা হিন্দু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।’ 

আজ শুক্রবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রাজু সংবাদ সম্মেলনে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন একজন সজ্জন ব্যক্তি। তিনি কখনোই এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না বলে আমি বিশ্বাস করি।
 
‘তবে অতি উৎসাহী হয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী এমন গর্হিত কর্মকাণ্ড করছেন। যা ৭ জানুয়ারির নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছি। রিটার্নি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আমার কিছু ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কে  রয়েছি।’ 

রাজু বলেন, ‘সাধারণ ভোটাররা আমাকে ভোট দিতে চাইছে। কিন্তু এখানে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের নেতারা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ভোটারদের ভয় দেখাচ্ছেন। ভোটে নিজেরা নিজেরা বলতে কী বোঝানো হয়েছে এ প্রসঙ্গে রাজু বলেন, ‘এবারের ভোট হচ্ছে একধরনের বিশেষ প্যাটার্নে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত