পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে দুটি ট্রলার জব্দ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে। জেলেদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গুলি ছোড়েন কোস্ট গার্ডের সদস্যরা। এতে দুই জেলে আহত হন। এ সময় ট্রলার থেকে খালে পড়ে অন্তত চার জেলে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় বাড়ানী খালে। এর আগে সকাল ৯টার দিকে স্থানীয় আলম কোম্পানি ও মাসুম কোম্পানির দুটি মডিফায়েড ট্রলিং ট্রলার আটক করে কোস্ট গার্ড দক্ষিণ স্টেশন, পাথরঘাটা।
আটক ট্রলারের মালিক ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার জন্য যান উপকূলের হাজার হাজার জেলে। বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ হওয়ায় মঙ্গলবার সকাল ৯টার দিকে আমার একটি ট্রলার ঘাটের দিকে আসে। এ সময় কোস্ট গার্ড ট্রলার আটক করে। এর পরপরই আলম কোম্পানির আরেকটি ট্রলার আটক করে। পরে আমাদের উপস্থিতিতে কোস্ট গার্ডের সদস্যরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন আমরা বৈধ কাগজপত্র দেখালেও তা গ্রহণ না করে ট্রলার ধ্বংসের চেষ্টা করে কোস্ট গার্ড। এ সময় পাথরঘাটা মৎস্য কর্মকর্তা আমাদের বৈধ কাগজপত্র ও হাইকোর্টের আদেশ দেখে ট্রলার ছেড়ে দেওয়ার কথা বলে চলে যান। তবে কোস্ট গার্ড সদস্যরা বিষয়টি না মেনে মঙ্গলবার রাতে ট্রলার ধ্বংস করা শুরু করেন। এ সময় জেলেরা আপত্তি জানালে দুজন জেলেকে মারধর করা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।’
মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ঈদের ছুটির আগেও কোস্ট গার্ড কর্মকর্তাকে ১ লাখ টাকা দিয়েছি। ঈদের ছুটির পর বাড়ি থেকে এসে আবারও আমাকে তাঁদের স্টেশনে ডেকে নিয়ে ট্রলিং ট্রলারের তালিকা চায় এবং এর থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন।’ তিনি আরও জানান, এর আগেও কয়েক দফা টাকা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও জেলেরা জানান, উত্তেজনার একপর্যায়ে কোস্ট গার্ড সদস্যরা জেলেদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়েন। পাল্টা প্রতিক্রিয়ায় জেলেরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ছাড়া আটক ট্রলারে থাকা জেলেদের মারধরের অভিযোগও উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে। গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে অনেক জেলে খালে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজন নিখোঁজ হন। সংঘর্ষের পর উত্তেজিত জেলেরা কোস্ট গার্ডের একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করেন। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ ও গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে অনুরোধ করেছি। ঘটনার পরপরই পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বরগুনার পাথরঘাটায় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে দুটি ট্রলার জব্দ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে। জেলেদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গুলি ছোড়েন কোস্ট গার্ডের সদস্যরা। এতে দুই জেলে আহত হন। এ সময় ট্রলার থেকে খালে পড়ে অন্তত চার জেলে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় বাড়ানী খালে। এর আগে সকাল ৯টার দিকে স্থানীয় আলম কোম্পানি ও মাসুম কোম্পানির দুটি মডিফায়েড ট্রলিং ট্রলার আটক করে কোস্ট গার্ড দক্ষিণ স্টেশন, পাথরঘাটা।
আটক ট্রলারের মালিক ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার জন্য যান উপকূলের হাজার হাজার জেলে। বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ হওয়ায় মঙ্গলবার সকাল ৯টার দিকে আমার একটি ট্রলার ঘাটের দিকে আসে। এ সময় কোস্ট গার্ড ট্রলার আটক করে। এর পরপরই আলম কোম্পানির আরেকটি ট্রলার আটক করে। পরে আমাদের উপস্থিতিতে কোস্ট গার্ডের সদস্যরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন আমরা বৈধ কাগজপত্র দেখালেও তা গ্রহণ না করে ট্রলার ধ্বংসের চেষ্টা করে কোস্ট গার্ড। এ সময় পাথরঘাটা মৎস্য কর্মকর্তা আমাদের বৈধ কাগজপত্র ও হাইকোর্টের আদেশ দেখে ট্রলার ছেড়ে দেওয়ার কথা বলে চলে যান। তবে কোস্ট গার্ড সদস্যরা বিষয়টি না মেনে মঙ্গলবার রাতে ট্রলার ধ্বংস করা শুরু করেন। এ সময় জেলেরা আপত্তি জানালে দুজন জেলেকে মারধর করা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।’
মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ঈদের ছুটির আগেও কোস্ট গার্ড কর্মকর্তাকে ১ লাখ টাকা দিয়েছি। ঈদের ছুটির পর বাড়ি থেকে এসে আবারও আমাকে তাঁদের স্টেশনে ডেকে নিয়ে ট্রলিং ট্রলারের তালিকা চায় এবং এর থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন।’ তিনি আরও জানান, এর আগেও কয়েক দফা টাকা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও জেলেরা জানান, উত্তেজনার একপর্যায়ে কোস্ট গার্ড সদস্যরা জেলেদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়েন। পাল্টা প্রতিক্রিয়ায় জেলেরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ছাড়া আটক ট্রলারে থাকা জেলেদের মারধরের অভিযোগও উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে। গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে অনেক জেলে খালে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজন নিখোঁজ হন। সংঘর্ষের পর উত্তেজিত জেলেরা কোস্ট গার্ডের একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করেন। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ ও গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে অনুরোধ করেছি। ঘটনার পরপরই পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দেশের মানুষকে জিম্মি করে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পরিবহন ধর্মঘট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, জনগণের যাতায়াতকে অবরুদ্ধ করে দাবি আদায়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা আবারও ধর্মঘটের পথে হাঁটছেন, যা গ্রহণযোগ্য নয়।
১ সেকেন্ড আগেসিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়কযোগাযোগ।
২ মিনিট আগেঘনিরামপুর গ্রামের ছোট টিনের ঘরটিতে সকাল থেকে কান্নার শব্দ থামছে না। চার শতক জমির ওপর বাঁশের বেড়া দিয়ে ঘেরা দুটো টিনের চাল—এই ছিল রূপলাল দাসের সব সহায় সম্বল। তাঁর একার উপার্জনে চলত বৃদ্ধ মা, স্ত্রী, তিন সন্তানসহ ছয় সদস্যের সংসার। গতকাল শনিবার পর্যন্ত এই ঘরে ছিল ভবিষ্যতের স্বপ্ন, বড় মেয়ে নূপুরের...
৭ মিনিট আগেসিলেটের গোলাপগঞ্জে সাবেক এক ছাত্রদল নেতার পরকীয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টা পরেই রনি হোসেন নামের এক যুবদল কর্মী খুন হয়েছেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী পয়েন্ট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবদল কর্মী রনি হোসাইন (২৬) উপজেলার আমুড়া এলাকার...
৩২ মিনিট আগে