Ajker Patrika

ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৬ দফা দাবিতে সমাবেশ, ঘেরাও কর্মসূচি

ভোলা প্রতিনিধি
ভোলায় ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
ভোলায় ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ইন্ট্রাকো ঘেরাও কর্মসূচি পালন করেছে ‘আমরা ভোলাবাসী’। আজ শনিবার বেলা ১১টায় শহরের বাংলা স্কুল মাঠে এই কর্মসূচি শুরু হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশ শুরু হওয়ার পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে কিছু মানুষ আশপাশে আশ্রয় নিলেও, অনেকে বৃষ্টিতে ভিজেই বক্তাদের বক্তব্য শোনেন। সমাবেশ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আমরা ভোলাবাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম, জামায়াত নেতা মো. কামাল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ‘ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, ভোলাবাসীর চিকিৎসার সুবিধার্থে সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, গ্যাসভিত্তিক বৃহৎ সার কারখানা ও ইপিজেড স্থাপন, নদীভাঙন রোধ এবং ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন—এই ছয় দফা দাবি পূরণ করা আমাদের ন্যায্য অধিকার।’ দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের সদর রোড প্রদক্ষিণ করে ইন্ট্রাকো অফিস ঘেরাও করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত