ভোলা প্রতিনিধি
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ইন্ট্রাকো ঘেরাও কর্মসূচি পালন করেছে ‘আমরা ভোলাবাসী’। আজ শনিবার বেলা ১১টায় শহরের বাংলা স্কুল মাঠে এই কর্মসূচি শুরু হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশ শুরু হওয়ার পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে কিছু মানুষ আশপাশে আশ্রয় নিলেও, অনেকে বৃষ্টিতে ভিজেই বক্তাদের বক্তব্য শোনেন। সমাবেশ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আমরা ভোলাবাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম, জামায়াত নেতা মো. কামাল হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, ‘ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, ভোলাবাসীর চিকিৎসার সুবিধার্থে সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, গ্যাসভিত্তিক বৃহৎ সার কারখানা ও ইপিজেড স্থাপন, নদীভাঙন রোধ এবং ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন—এই ছয় দফা দাবি পূরণ করা আমাদের ন্যায্য অধিকার।’ দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের সদর রোড প্রদক্ষিণ করে ইন্ট্রাকো অফিস ঘেরাও করে।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ইন্ট্রাকো ঘেরাও কর্মসূচি পালন করেছে ‘আমরা ভোলাবাসী’। আজ শনিবার বেলা ১১টায় শহরের বাংলা স্কুল মাঠে এই কর্মসূচি শুরু হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশ শুরু হওয়ার পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে কিছু মানুষ আশপাশে আশ্রয় নিলেও, অনেকে বৃষ্টিতে ভিজেই বক্তাদের বক্তব্য শোনেন। সমাবেশ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আমরা ভোলাবাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম, জামায়াত নেতা মো. কামাল হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, ‘ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, ভোলাবাসীর চিকিৎসার সুবিধার্থে সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, গ্যাসভিত্তিক বৃহৎ সার কারখানা ও ইপিজেড স্থাপন, নদীভাঙন রোধ এবং ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন—এই ছয় দফা দাবি পূরণ করা আমাদের ন্যায্য অধিকার।’ দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের সদর রোড প্রদক্ষিণ করে ইন্ট্রাকো অফিস ঘেরাও করে।
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘শিল্প-কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের মূল্য পরিশোধ করতে হবে। এ ছাড়া জলাধার ও নদীদূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প-কারখানায় ব্যবহৃত পানি রিইউজে বাধ্য করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
২ মিনিট আগেভোলার চরফ্যাশনে কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে মো. হান্নান, পল্লিচিকিৎসক শরিফ, মো. শরিফ, মো. ইলমান হোসেন নোমান, আইয়ুব আলী, রবিউল ও সোহাগ চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক
১১ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি মোকাবিলা ও মানুষের জানমালের ক্ষতি এড়াতে ভোলার জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ সভার আয়োজন করে।
১৩ মিনিট আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলে অভিযানে এঁদের আটক করা হয়। আজ শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
১৮ মিনিট আগে