Ajker Patrika

বরিশালে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ১০ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ১০ 

বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল কাইয়ুম। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুল আহসানের সরকারি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিসান-আরিয়ান পরিবহন নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

প্রক্টর আবদুল কাইয়ুম বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হই। দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ তাঁর পরিবারের দুজন সদস্য এবং বাসের যাত্রী আমাদের এক শিক্ষার্থীসহ আরও ৭-৮ জন আহত হয়েছেন। বন্দর থানার ওসি এম আর মুকুলের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’ 

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন তানভীর কায়সার বলেন, ‘দুর্ঘটনায় আহত ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। তাঁর নাম তাবাসসুম ইসলাম। নগরীর রূপাতলী থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে তিনি বাসে ওঠেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত