Ajker Patrika

পবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইকিউএসি’র আয়োজনে সকল শাখা প্রধানদের ‘তথ্য অধিকার আইন’ শীর্ষক প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সোমবার আইকিউএসি ‘র সেমিনার কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. কামরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. শহীদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসি’র ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম। 

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শহীদুল ইসলাম বলেন, ‘জনগনের সেবা প্রদানের জন্যে সরকারি, বেসরকারি অফিস আদালতের তথ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’ 

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. কামরুল ইসলাম বলেন, ‘জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করার জন্য তথ্য অধিকার আইন প্রতিষ্ঠা করার বিকল্প নেই।’ 

প্রধান অতিথি’র বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘নিজেদের দক্ষ ও কর্মঠ হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সেবা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা অর্থাৎ সুশাসন খুবই জরুরি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত