Ajker Patrika

বরিশালে দোকান কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১: ১৩
বরিশালে দোকান কর্মচারীদের বিক্ষোভ

পরিচয়পত্র, সার্ভিস বই ও মাসিক ন্যূনতম ২০ হাজার টাকা বেতন প্রদানসহ সাত দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দোকান কর্মচারীরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আজ শুক্রবার দুপুরে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি স্বপন দত্তসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ‘আমরা বিভিন্ন দিবসে বন্ধ পাই না। মালিকেরা কথায় কথায় শ্রমিকদের ছাঁটাই করেন। ছাঁটাইকালে বকেয়া বেতন না দিয়েই বিদায় করেন। এ ছাড়া আমাদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে সংসার ব্যয় মেটাতে পারছি না। তাই কর্মচারীদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করতে হবে। এ ছাড়া সপ্তাহে দেড় দিন বন্ধের পাশাপাশি দুই ঈদে শতভাগ বোনাস, পরিচয়পত্র, সার্ভিস বই প্রদান করতে হবে। 

মানববন্ধন শেষে বের হওয়া বিক্ষোভ মিছিল নগরীর সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, গীর্জা মহল্লা, চকবাজার এলাকা প্রদক্ষিণ করে। তখন ছুটির দিনে এসব এলাকায় খুলে রাখা দোকানগুলো বন্ধ করে দেন নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত