Ajker Patrika

দশমিনায় ৩ দিন আগে নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৫: ৩৮
দশমিনায় ৩ দিন আগে নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

পটুয়াখালী দশমিনায় নদী থেকে সায়েম খান (৩৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর আজ শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ উপজেলার রণগোপালদী গ্রামের বাসিন্দা মো. লতিফ খানের মেজো ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে সায়েম খান মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। আজ সকাল ১০টার দিকে বন্নাতলী নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন এটি সায়েমের লাশ বলে শনাক্ত করেন।

সায়েম খানের ছোট ভাই সোহেল খান বলেন, ‘গত বৃহস্পতিবার মধ্যরাতে আমার ভাই নদীতে মাছ ধরতে যান। তাঁর সহযোগী জুলহাস আমাকে ফোনে জানায়, ভাই নদীতে পড়ে গেছে। পরে চার-পাঁচটি ট্রলার নিয়ে পরদিন পর্যন্ত খোঁজাখুঁজি করি। আজ সকালে খবর পাই, বন্নাতলী নদীতে একটি লাশ ভেসে উঠেছে। গিয়ে দেখি আমার ভাই।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশ্রাফ আলী আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ জেলে সায়েমের লাশ উপজেলার বন্নাতলী নদী থেকে উদ্ধার করা হয়েছে। কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত