ভোলা প্রতিনিধি
শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে ‘ঘরে ঘরে গ্যাস’ সরবরাহ, ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও পথসভা করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর রোডের কে জাহান মার্কেটের সামনে ‘ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য দেন কমিটির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী। তিনি বলেন, ভোলার শাহবাজপুর গ্যাস কূপে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। অথচ সেই গ্যাস গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য ভোলার ঘরে ঘরে সরবরাহ না করে এবং ভোলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা গড়ে না তুলে এই গ্যাস জেলার বাইরে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
তাই, ভোলায় প্রাপ্ত গ্যাস অবিলম্বে ভোলার ঘরে ঘরে সরবরাহ এবং জেলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা গড়ে তোলা না হলে সামনে অবরোধসহ আরও কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ার দেন তাঁরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, ১৯৯৪ সালের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। পর্যায়ক্রমে সেখানে পাঁচটিসহ জেলার আরও চারটি স্থানে মোট আটটি কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুতের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) ঘটফুট। যা থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাপেক্স কর্তৃপক্ষ। বর্তমানে এই কূপে ৬২০ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাপেক্স আরও জানায়, ২০১৮ সালের দিকে ভূকম্পন জরিপের মাধ্যমে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এই জেলার মধ্যে গ্যাসের দ্বিতীয় কূপের সন্ধান পাওয়া যায়। সেখানে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের মাধ্যমে একটি কূপ খননের পর গত বছরের ৫ ডিসেম্বর নতুন করে সদরের ভেদুরিয়া ইউনিয়নের দক্ষিণ চর পাতাগ্রামে আরেকেটি কূপ খনন করে বাপেক্স।
এটি জেলার ৮ নম্বর কূপ। ২৩ জানুয়ারি ওই কূপে প্রাথমিক পরীক্ষামূলক উত্তোলনে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানিয়েছেন বাপেক্স প্রতিনিধিদল।
বাপেক্সের মহাব্যবস্থাপক ভূতত্ববিদ মো. আলমগীর আজকের পত্রিকাকে জানান, নতুন করে বিভিন্ন এলাকায় গ্যাসের অনুসন্ধান চলছে।
শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে ‘ঘরে ঘরে গ্যাস’ সরবরাহ, ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও পথসভা করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর রোডের কে জাহান মার্কেটের সামনে ‘ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য দেন কমিটির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী। তিনি বলেন, ভোলার শাহবাজপুর গ্যাস কূপে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। অথচ সেই গ্যাস গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য ভোলার ঘরে ঘরে সরবরাহ না করে এবং ভোলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা গড়ে না তুলে এই গ্যাস জেলার বাইরে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
তাই, ভোলায় প্রাপ্ত গ্যাস অবিলম্বে ভোলার ঘরে ঘরে সরবরাহ এবং জেলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা গড়ে তোলা না হলে সামনে অবরোধসহ আরও কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ার দেন তাঁরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, ১৯৯৪ সালের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। পর্যায়ক্রমে সেখানে পাঁচটিসহ জেলার আরও চারটি স্থানে মোট আটটি কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুতের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) ঘটফুট। যা থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাপেক্স কর্তৃপক্ষ। বর্তমানে এই কূপে ৬২০ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাপেক্স আরও জানায়, ২০১৮ সালের দিকে ভূকম্পন জরিপের মাধ্যমে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এই জেলার মধ্যে গ্যাসের দ্বিতীয় কূপের সন্ধান পাওয়া যায়। সেখানে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের মাধ্যমে একটি কূপ খননের পর গত বছরের ৫ ডিসেম্বর নতুন করে সদরের ভেদুরিয়া ইউনিয়নের দক্ষিণ চর পাতাগ্রামে আরেকেটি কূপ খনন করে বাপেক্স।
এটি জেলার ৮ নম্বর কূপ। ২৩ জানুয়ারি ওই কূপে প্রাথমিক পরীক্ষামূলক উত্তোলনে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানিয়েছেন বাপেক্স প্রতিনিধিদল।
বাপেক্সের মহাব্যবস্থাপক ভূতত্ববিদ মো. আলমগীর আজকের পত্রিকাকে জানান, নতুন করে বিভিন্ন এলাকায় গ্যাসের অনুসন্ধান চলছে।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১২ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৩৫ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৪০ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে