Ajker Patrika

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রনিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৮: ৩৮
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রনিসহ গ্রেপ্তার ২

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনি (৩৬) এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব আহাদ হোসেন আবিরকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-৮-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে রনি ও তাঁর সহযোগী আহাদকে গ্রেপ্তার করা হয়েছে। 

তাঁরা ২৮ অক্টোবর ঢাকায় ও পরবর্তীকালে বরিশালে ফিরে একাধিক নাশকতা করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যাত্রীবাহী লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। 

তবে রনির মা রাশিদা জাহান বলেন, ‘নগরের স্বরোডে রনি তার খালার বাসা থেকে এবং একই এলাকার আরেকটি বাসা থেকে আহাদকে র‍্যাব পরিচয় দিয়ে একদল লোক তুলে নিয়ে যায়।’ 

আজ বুধবার সংবাদ সম্মেলনে র‍্যাব-৮-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুঈন বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে রনি ও আহাদ ২৮ অক্টোবর ঢাকায় এবং পরে বরিশালে একাধিক নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। রনির নির্দেশে তাঁর সহযোগীরা যানবহনে অগ্নিসংযোগ ও হামলা করে আসছিলেন। এসবের ভিডিও চিত্র তিনি কানাডা, ইউকেসহ বিভিন্ন দেশের ব্যক্তি এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কাছে প্রেরণ করতেন। তাঁর মোবাইল ফোন চেক করে এর সত্যতা পাওয়া গেছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর যাত্রীবাহী লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল রনির। 

রনি ও আহাদকে ঢাকাসহ বরিশালের বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতে প্রেরণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত