বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত মো. শাহ আলম রাঢ়ী (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। শাহ আলম উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ গোসিংগা গ্রামে ছাগলে শাহ আলমের খেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী নাজমা বেগম ও প্রতিবেশী রাজু ঘরামির (৬০) মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নাজমা বেগম বাড়িতে ফিরে গেলে বেলা সাড়ে ১১টার দিকে রাজু ঘরামি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ২০-২৩ জনের একটি দল নিয়ে শাহ আলমের বাড়িতে হামলা চালায়। হামলার সময় নাজমা বেগমকে শ্লীলতাহানির চেষ্টা করা হলে তাঁর স্বামী শাহ আলম ও ছেলে রাকিব (২০) তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তাঁদের দুজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাউফলে ফিরলেও অবশেষে আজ সকালে তিনি মারা যান।
ঘটনার পর ২৩ মার্চ নাজমা বেগম বাদী হয়ে বাউফল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত মো. শাহ আলম রাঢ়ী (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। শাহ আলম উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ গোসিংগা গ্রামে ছাগলে শাহ আলমের খেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী নাজমা বেগম ও প্রতিবেশী রাজু ঘরামির (৬০) মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নাজমা বেগম বাড়িতে ফিরে গেলে বেলা সাড়ে ১১টার দিকে রাজু ঘরামি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ২০-২৩ জনের একটি দল নিয়ে শাহ আলমের বাড়িতে হামলা চালায়। হামলার সময় নাজমা বেগমকে শ্লীলতাহানির চেষ্টা করা হলে তাঁর স্বামী শাহ আলম ও ছেলে রাকিব (২০) তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তাঁদের দুজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাউফলে ফিরলেও অবশেষে আজ সকালে তিনি মারা যান।
ঘটনার পর ২৩ মার্চ নাজমা বেগম বাদী হয়ে বাউফল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৪ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৫ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
৫ ঘণ্টা আগে