ভোলা সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত দারুল উলুম ক্বেরাতিয়া কওমি মাদ্রাসায় একদল যুবক হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে ১৫-২০ জন যুবক ধারালো অস্ত্রসহকারে এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাদ্রাসার পরিচালক মুফতি মো. মহিউদ্দিন বলেন, ‘সোমবার রাত ১২টার দিকে আলামিন ও তার বাবা মন্নান লস্করের নেতৃত্বে ১৫-২০ জন্য যুবক লোহার রড, ধারালো অস্ত্র ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা চালায়। তারা মাদ্রাসার একটি ঘর কুপিয়ে ভেঙে ফেলে। এ সময় তারা হেফজ বিভাগের ওই কক্ষে রক্ষিত কিতাব ও অন্যান্য আসবাব তছনছ করে চলে যায়। তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।’ এর আগেও এ মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও জানান মাদ্রাসার পরিচালক।
তিনি আরও বলেন, ‘হামলার পরপরই আমি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামানকে জানাই। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আলামিন বলেন, ‘মাদ্রাসায় হামলা ও বেড়া ভেঙে ফেলার শব্দ শুনে আমরা সেখানে যাই। যাওয়ার পর মাদ্রাসার পরিচালক এ হামলার জন্য আমাকে দায়ী করেন। আমাকে মারধরও করেন। আমার মোটরসাইকেল ভাঙচুর করে। কিন্তু এ হামলার ঘটনায় আমি জড়িত নই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামান আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু কেন এ ঘটনা ঘটেছে বিস্তারিত জানি না।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।’
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত দারুল উলুম ক্বেরাতিয়া কওমি মাদ্রাসায় একদল যুবক হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে ১৫-২০ জন যুবক ধারালো অস্ত্রসহকারে এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাদ্রাসার পরিচালক মুফতি মো. মহিউদ্দিন বলেন, ‘সোমবার রাত ১২টার দিকে আলামিন ও তার বাবা মন্নান লস্করের নেতৃত্বে ১৫-২০ জন্য যুবক লোহার রড, ধারালো অস্ত্র ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা চালায়। তারা মাদ্রাসার একটি ঘর কুপিয়ে ভেঙে ফেলে। এ সময় তারা হেফজ বিভাগের ওই কক্ষে রক্ষিত কিতাব ও অন্যান্য আসবাব তছনছ করে চলে যায়। তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।’ এর আগেও এ মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও জানান মাদ্রাসার পরিচালক।
তিনি আরও বলেন, ‘হামলার পরপরই আমি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামানকে জানাই। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আলামিন বলেন, ‘মাদ্রাসায় হামলা ও বেড়া ভেঙে ফেলার শব্দ শুনে আমরা সেখানে যাই। যাওয়ার পর মাদ্রাসার পরিচালক এ হামলার জন্য আমাকে দায়ী করেন। আমাকে মারধরও করেন। আমার মোটরসাইকেল ভাঙচুর করে। কিন্তু এ হামলার ঘটনায় আমি জড়িত নই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামান আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু কেন এ ঘটনা ঘটেছে বিস্তারিত জানি না।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ সোমবার ভোরে উপজেলার পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেমাদারীপুরের রাজৈর থানা থেকে আদালতে নেওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামি পালিয়ে গেছেন। তাঁর নাম অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২)। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় আজ সোমবার রাজৈর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পলাতক অনিমেষ রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কদমবাড়ি মধ্যপাড়া গ্রামের...
৯ মিনিট আগেযশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সোনার বার, মাদক, শাড়ি, কসমেটিকসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় সোহাগ নামের এক সোনা পাচারকারীকে আটক করা হয়। জব্দ পণ্যের মূল্য ৯৫ লাখ ৫৭ হাজার টাকা বলে জানায় বিজিবি।
১০ মিনিট আগেজানা গেছে, শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচনের জন্য প্রকাশিত ভোটার তালিকায় ভুয়া ভোটারসহ একই নামে একাধিক ভোটার রয়েছেন, এমন অভিযোগ তুলে নির্বাচন স্থগিত চেয়ে মামলা করে বাদীপক্ষ। আদালত বিষয়টি আমলে নিয়ে ত্রুটিযুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে চেম্বার অব...
২৮ মিনিট আগে