আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার উপকূলীয় উত্তর ঝারখালি গ্রামে গুড নেইবারস বাংলাদেশ ও জাপান দূতাবাসের যৌথ সহযোগিতায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এতে ওই এলাকার শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।
আজ সোমবার সকালে প্ল্যান্টটির উদ্বোধন করেন জাপান দূতাবাসের ‘গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)’ প্রকল্পের পরামর্শক খান নানামি। উদ্বোধনের পর উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডব্লিউসি সভাপতি ইসহাক মাঝি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গমেজ, এসই ডিপার্টমেন্টের প্রধান রেমন্ড কুইয়া ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শোভন।
বক্তারা জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততা বেড়ে যায়। ফলে সুপেয় পানির উৎস নষ্ট হয়ে পড়ে এবং সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এই প্রেক্ষাপটে স্থাপিত গুড নেইবারসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিদিন গড়ে ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম।
স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে ১২টি ‘সেফ ওয়াটার পয়েন্ট’ স্থাপন করা হয়েছে, যেগুলো বন্যার সময়ও সচল রাখতে উঁচু জায়গায় নির্মাণ করা হয়েছে। পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, এই পানি পান ও রান্নার জন্য নিরাপদ।
প্ল্যান্টের রক্ষণাবেক্ষণে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে গঠিত ‘সেফ ড্রিকিং ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি’ ইতিমধ্যে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG-6) বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মারুফ হোসেন, সমাজকর্মী মো. আজিজুল হক শিকদার ও উপকারভোগী প্রতিনিধি মোসা. মাহিনুর।
বরগুনার তালতলী উপজেলার উপকূলীয় উত্তর ঝারখালি গ্রামে গুড নেইবারস বাংলাদেশ ও জাপান দূতাবাসের যৌথ সহযোগিতায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এতে ওই এলাকার শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।
আজ সোমবার সকালে প্ল্যান্টটির উদ্বোধন করেন জাপান দূতাবাসের ‘গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)’ প্রকল্পের পরামর্শক খান নানামি। উদ্বোধনের পর উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডব্লিউসি সভাপতি ইসহাক মাঝি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গমেজ, এসই ডিপার্টমেন্টের প্রধান রেমন্ড কুইয়া ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শোভন।
বক্তারা জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততা বেড়ে যায়। ফলে সুপেয় পানির উৎস নষ্ট হয়ে পড়ে এবং সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এই প্রেক্ষাপটে স্থাপিত গুড নেইবারসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিদিন গড়ে ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম।
স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে ১২টি ‘সেফ ওয়াটার পয়েন্ট’ স্থাপন করা হয়েছে, যেগুলো বন্যার সময়ও সচল রাখতে উঁচু জায়গায় নির্মাণ করা হয়েছে। পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, এই পানি পান ও রান্নার জন্য নিরাপদ।
প্ল্যান্টের রক্ষণাবেক্ষণে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে গঠিত ‘সেফ ড্রিকিং ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি’ ইতিমধ্যে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG-6) বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মারুফ হোসেন, সমাজকর্মী মো. আজিজুল হক শিকদার ও উপকারভোগী প্রতিনিধি মোসা. মাহিনুর।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিও হিসাব (শেয়ারবাজারে লেনদেনের জন্য বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) ও শেয়ার এবং ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ
১ মিনিট আগেওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শহরের আশপাশের খালগুলো খনন করা হবে। এ ছাড়া বরিশাল-বানারীপাড়া সন্ধ্যা নদীর ওপর সেতু, নথুল্লাবাদ থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক, বরিশালের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ এবং একটি উন্নতমানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে
৭ মিনিট আগেমানিকগঞ্জের আওয়ামী লীগের নেতা আবদুর রহিম খানকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাঁকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে মামলার প্রয়োজনীয় নথি না থাকায় আমলি আদালত শুনানি রেখে আসামিকে কারাগারে পাঠান।
২৮ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর রহমান (৪০) চিকিৎসা নিয়ে আজ সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে আহসান হাবিব। মতিউর নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তিনি একসময় অটোরিকশার চালক থাকলেও
৩০ মিনিট আগে