Ajker Patrika

গুড নেইবারসের প্ল্যান্টে উপকূল পেল প্রাণ, মিটল সুপেয় জলের টান

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ছবি: আজকের পত্রিকা
আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ছবি: আজকের পত্রিকা

বরগুনার তালতলী উপজেলার উপকূলীয় উত্তর ঝারখালি গ্রামে গুড নেইবারস বাংলাদেশ ও জাপান দূতাবাসের যৌথ সহযোগিতায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এতে ওই এলাকার শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।

আজ সোমবার সকালে প্ল্যান্টটির উদ্বোধন করেন জাপান দূতাবাসের ‘গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)’ প্রকল্পের পরামর্শক খান নানামি। উদ্বোধনের পর উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডব্লিউসি সভাপতি ইসহাক মাঝি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গমেজ, এসই ডিপার্টমেন্টের প্রধান রেমন্ড কুইয়া ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শোভন।

বক্তারা জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততা বেড়ে যায়। ফলে সুপেয় পানির উৎস নষ্ট হয়ে পড়ে এবং সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এই প্রেক্ষাপটে স্থাপিত গুড নেইবারসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিদিন গড়ে ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম।

স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে ১২টি ‘সেফ ওয়াটার পয়েন্ট’ স্থাপন করা হয়েছে, যেগুলো বন্যার সময়ও সচল রাখতে উঁচু জায়গায় নির্মাণ করা হয়েছে। পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, এই পানি পান ও রান্নার জন্য নিরাপদ।

প্ল্যান্টের রক্ষণাবেক্ষণে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে গঠিত ‘সেফ ড্রিকিং ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি’ ইতিমধ্যে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG-6) বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মারুফ হোসেন, সমাজকর্মী মো. আজিজুল হক শিকদার ও উপকারভোগী প্রতিনিধি মোসা. মাহিনুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত