বরগুনা প্রতিনিধি
চিকিৎসার জন্য রাজধানীর মিরপুর এলাকায় ভাড়া বাসায় গিয়ে খুন হয়েছেন বরগুনার ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. পাপ্পু (৩১) ও তাঁর স্ত্রী দোলন দোলা (২৯)। তাঁদের বাড়ি জেলার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে। পাপ্পু ওই গ্রামের বাদল মাস্টারের ছেলে।
আজ বুধবার মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকে মিল্লাত ক্যাম্পের পাশের ৩৫ নম্বর ফ্ল্যাটের পঞ্চম তলায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গাউস মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিনাথপুরে। তিনি ঢাকার পল্লবীতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
নিহত পাপ্পুর চাচা সাবেক ইউপি সদস্য মো. সেন্টু মিয়া জানান, তাঁর ভাইয়ের ছেলে পাপ্পু বরগুনায় জেনারেল ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির চাকরি করেন। আর তাঁর স্ত্রী দোলন এলএলবি পাস করে ইন্টার্ন করছেন। এই সুবাদে দোলন ঢাকার মিরপুর-১১-এর পল্লবীতে একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন।
গতকাল মঙ্গলবার পাপ্পু বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ঢাকায় চিকিৎসার জন্য যান। সেখানে গিয়ে তাঁরা দুজনে ওই ভাড়া বাসায় থাকেন। আজ পরিবারের স্বজনেরা পল্লবী থানা-পুলিশের মাধ্যমে তাঁদের খুন হওয়ার বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, গ্রেপ্তার হওয়া গাউস মিয়া দাবি করেছেন, ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গাউস এর আগেও খালাতো ভাই পরিচয়ে ওই বাসায় এসেছেন। এসবের জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের পল্লবী জোনের এডিসি সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, পরকীয়া সম্পর্কের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। পুলিশ আসামিকেও গ্রেপ্তার করেছে।
এডিসি বলেন, নিহত দম্পতি ওই বাসায় সাবলেট থাকতেন। দুপুর দেড়টার দিকে ছুরি হাতে বাসায় কথিত প্রেমিক গাউস মিয়াকে ঢুকতে দেখেন ফ্ল্যাটের আরেক ভাড়াটিয়া। হঠাৎ আর্তচিৎকারে ও পরিস্থিতি বেগতিক দেখে তিনি বাইরে থেকে দরজা আটকে বের হয়ে যান। ওই ভাড়াটিয়ার কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে গাউস মিয়াকে।
চিকিৎসার জন্য রাজধানীর মিরপুর এলাকায় ভাড়া বাসায় গিয়ে খুন হয়েছেন বরগুনার ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. পাপ্পু (৩১) ও তাঁর স্ত্রী দোলন দোলা (২৯)। তাঁদের বাড়ি জেলার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে। পাপ্পু ওই গ্রামের বাদল মাস্টারের ছেলে।
আজ বুধবার মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকে মিল্লাত ক্যাম্পের পাশের ৩৫ নম্বর ফ্ল্যাটের পঞ্চম তলায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গাউস মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিনাথপুরে। তিনি ঢাকার পল্লবীতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
নিহত পাপ্পুর চাচা সাবেক ইউপি সদস্য মো. সেন্টু মিয়া জানান, তাঁর ভাইয়ের ছেলে পাপ্পু বরগুনায় জেনারেল ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির চাকরি করেন। আর তাঁর স্ত্রী দোলন এলএলবি পাস করে ইন্টার্ন করছেন। এই সুবাদে দোলন ঢাকার মিরপুর-১১-এর পল্লবীতে একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন।
গতকাল মঙ্গলবার পাপ্পু বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ঢাকায় চিকিৎসার জন্য যান। সেখানে গিয়ে তাঁরা দুজনে ওই ভাড়া বাসায় থাকেন। আজ পরিবারের স্বজনেরা পল্লবী থানা-পুলিশের মাধ্যমে তাঁদের খুন হওয়ার বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, গ্রেপ্তার হওয়া গাউস মিয়া দাবি করেছেন, ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গাউস এর আগেও খালাতো ভাই পরিচয়ে ওই বাসায় এসেছেন। এসবের জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের পল্লবী জোনের এডিসি সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, পরকীয়া সম্পর্কের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। পুলিশ আসামিকেও গ্রেপ্তার করেছে।
এডিসি বলেন, নিহত দম্পতি ওই বাসায় সাবলেট থাকতেন। দুপুর দেড়টার দিকে ছুরি হাতে বাসায় কথিত প্রেমিক গাউস মিয়াকে ঢুকতে দেখেন ফ্ল্যাটের আরেক ভাড়াটিয়া। হঠাৎ আর্তচিৎকারে ও পরিস্থিতি বেগতিক দেখে তিনি বাইরে থেকে দরজা আটকে বের হয়ে যান। ওই ভাড়াটিয়ার কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে গাউস মিয়াকে।
রাজধানীর শ্যামলীতে অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক যুবকের জামা, জুতা, ব্যাগ, টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩ মিনিট আগেঅর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে আনার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনের একপর্যায়ে বাশারকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁকে লক্ষ্য করে কিল, ঘুষি মারেন। এ সময় তাঁর ওপর ডিমও নিক্ষেপ করেন
৩২ মিনিট আগেরাফসানা আক্তার আরও বলেন, ‘একপর্যায়ে বাসের হেলপার আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তখন আমি আমার স্বামীকে মোবাইল ফোনে কল করতে গেলে উনি আমার ফোন কেড়ে নিয়ে আমার মুখে চারটি ঘুষি মারেন। এসব দেখে আশপাশের একটা মানুষও প্রতিবাদ করেনি। আমার মা-বাবাকে নিয়ে গালিগালাজ করতে শুরু করেন। পরে ক্যাম্পাসে কয়েকজন
৩৯ মিনিট আগেবিচার ছাড়াই ৩০ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মানসিক ভারসাম্যহীন কনু মিয়া। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে গতকাল সোমবার (১৪ জুলাই) জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।
৪১ মিনিট আগে