Ajker Patrika

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ভুক্তভোগীর বাবা–মাকে মারধর

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার সালিসে তার বাবা–মাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুর মা বলেন, ‘শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। গত মঙ্গলবার বিকেলে সে (ভুক্তভোগী) নানাবাড়ি যাওয়ার সময় মো. অহিদুল ইসলাম (৫৫) জোরপূর্বক তার ঘরে নিয়ে যায়।

এ সময় তার পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এই অন্যায়ের বিচার চাওয়ায় ইউপি সদস্য মো. ফোরকান গাজীর উপস্থিতিতে আমাকে ও আমার স্বামীকে চড়থাপ্পড় দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।’ এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত অহিদুল ইসলামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এমনকি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে গ্রাম চকিদার সত্য রঞ্জন ব্যাপারী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। প্রতিবন্ধী মেয়েটির মুখ থেকে সব শুনেছি। তাকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি। মেয়েটির পরিবার গরিব ও সহজ–সরল বলে প্রথমে থানায় যেতে সাহস পায়নি। শুনেছি এখন থানায় একটি অভিযোগ দিয়েছে।’

ইউপি সদস্য ফোরকান গাজী বলেন, ‘মেয়েটির বুদ্ধি কম। শুনেছি অহিদুল নাকি মেয়েটির শ্লীলতাহানি করেছে। এ বিষয়ে মেয়েটির বাসায় আমিসহ স্থানীয় কয়েকজন গিয়ে জানতে চেয়েছি। যেহেতু মেয়েটির বুদ্ধি কম, এলাকার অনেকে নাকি তাকে ব্যবহার করার চেষ্টা করে। তাই কয়েক দিনের জন্য মেয়েটিকে দূরে রাখতে বলেছিলাম। তাতে তার বাবা–মা রাজি না হওয়ায় সালিসের একজন তার বাবাকে একটি থাপ্পড় দিয়েছিল।’

ওসি মো. বনি আমিন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাটিকেলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক অমল কৃষ্ণ দের মাধ্যমে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত