Ajker Patrika

গলাচিপায় পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪: ৩৩
গলাচিপায় পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের নিয়োগ দেওয়ার পর থেকে করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। নবজাতক শিশুসেবা, স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের সেবা, নবদম্পতি সেবা, কিশোর-কিশোরী, পরিবার পরিকল্পনা রোধ প্রকল্প বাস্তবায়ন ও মৃত্যুর তালিকা প্রণয়নসহ বিভিন্ন মাঠ পর্যায়ের সেবা আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে আসছি। করোনাকালীন উক্ত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক ভলান্টিয়ার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছেন। 

বক্তারা আরও বলেন, ‘আমরা যারা চাকরি করে আসছি, সবাই সুশিক্ষিতা, অনেকেই বিধবা, স্বামী পরিত্যক্তা এবং আমাদের অনেকেরই চাকরির বয়স অতিবাহিত হয়েছে। বর্তমান এই চাকরি আমাদের পরিবারকে নিয়ে বাঁচার একমাত্র অবলম্বন। তাই আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ও সচিব মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।’

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন পিপিভির উপজেলা শাখার সভাপতি ইসরাত জাহান কনিকা, সাধারণ সম্পাদক সালমা, সারিয়া মিতু, শিমু, ইশিতা, রুচি, লিজা, মহুয়া, তারানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত