Ajker Patrika

পাথরঘাটার খালে বিষ দিয়ে মাছ শিকার, বিষের বোতলসহ আটক ৩ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৫: ৩৭
পাথরঘাটার খালে বিষ দিয়ে মাছ শিকার, বিষের বোতলসহ আটক ৩ 

বরগুনার পাথরঘাটায় খালে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলে ও বিষ বিক্রেতাকে আটক করেছে চরদুয়ানি নৌ-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খাল থেকে তাঁদের আটক করা হয়।

পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী চরদুয়ানী বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে মাছ নিধনের ১৬২ বোতল ওষুধ ও অবৈধ জাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চরদুয়ানী ইউনিয়নের গোড়াখাল এলাকার মোসলেম সিকদারের ছেলে নাসির সিকদার (১৮), চরদুয়ানী বাজারের মৃত জগদীশ মিত্রর ছেলে ব্যবসায়ী কৃষ্ণকান্ত মিত্র (৫১) ও ১৬ বছরের এক কিশোর।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।

চরদুয়ানি নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বিষখালী ও বলেশ্বর নদ-নদীর বাড়ানি খালে অসাধু জেলেরা বিষ দিয়ে মাছ শিকার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জেলেকে বিষের বোতলসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চরদুয়ানী বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে অবৈধ জাল ও মাছ মারার কীটনাশকসহ ব্যবসায়ী কৃষ্ণকান্ত মিত্রকে আটক করা হয়।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিষ দিয়ে মাছ শিকারে দুই জেলে ও বিষ বিক্রেতা কৃষ্ণকান্ত মিত্রকে আটক করা হয়েছে। কৃষ্ণকান্ত মিত্রের দোকানে অভিযান চালিয়ে মাছ মারার ১৬২ বোতল বিষ, রেণু ধ্বংস করার তিন বান্ডিল নেট জাল, ওয়ান ফ্লাই সাইন জাল ১০০ মিটার জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত