পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগর থেকে উদ্ধার চার জেলের মধ্যে একজন মারা গেছেন। তাঁর নাম আব্দুল হাই। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার হওয়া চারজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে আব্দুল হাইয়ের অবস্থা আশঙ্কাজনক ছিল। বিকেল পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ নিহত আব্দুল হাই বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া গ্রামের আচমত আলী হাওলাদারের ছেলে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে ডাকাতির সময় ডাকাতের পিটুনি খেয়ে সাগরে পড়ে যাওয়া নয় জেলের মধ্যে চারজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এসব জেলে একটানা ৭০ ঘণ্টা ভাসমান অবস্থায় ছিলেন। বঙ্গোপসাগর থেকে এফবি মা মরিয়ম ট্রলার তাঁদের উদ্ধার করে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আজ সোমবার সকালে গভীর বঙ্গোপসাগরে গিয়ে তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় জলদস্যুরা হামলা চালায়। এ সময় নয় জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুটে নেয়। এ ছাড়াও নয় জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়।
দক্ষিণ জোন কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ নয় জেলের মধ্যে চারজনকে তালতলীর একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। তাদের পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের মৃত্যু সংবাদ পেয়েছি। বাকিদের উদ্ধারে ও জলদস্যুদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’
আরও পড়ুন:
বঙ্গোপসাগর থেকে উদ্ধার চার জেলের মধ্যে একজন মারা গেছেন। তাঁর নাম আব্দুল হাই। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার হওয়া চারজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে আব্দুল হাইয়ের অবস্থা আশঙ্কাজনক ছিল। বিকেল পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ নিহত আব্দুল হাই বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া গ্রামের আচমত আলী হাওলাদারের ছেলে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে ডাকাতির সময় ডাকাতের পিটুনি খেয়ে সাগরে পড়ে যাওয়া নয় জেলের মধ্যে চারজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এসব জেলে একটানা ৭০ ঘণ্টা ভাসমান অবস্থায় ছিলেন। বঙ্গোপসাগর থেকে এফবি মা মরিয়ম ট্রলার তাঁদের উদ্ধার করে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আজ সোমবার সকালে গভীর বঙ্গোপসাগরে গিয়ে তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় জলদস্যুরা হামলা চালায়। এ সময় নয় জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুটে নেয়। এ ছাড়াও নয় জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়।
দক্ষিণ জোন কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ নয় জেলের মধ্যে চারজনকে তালতলীর একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। তাদের পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের মৃত্যু সংবাদ পেয়েছি। বাকিদের উদ্ধারে ও জলদস্যুদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’
আরও পড়ুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৩৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
৪৪ মিনিট আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
১ ঘণ্টা আগে