Ajker Patrika

বাবুগঞ্জে নৌকার ২, জাপার ১ ও স্বতন্ত্র ১ প্রার্থীর জয়

প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২১, ১১: ৩৯
বাবুগঞ্জে নৌকার ২, জাপার ১ ও স্বতন্ত্র ১ প্রার্থীর জয়

বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে প্রথম ধাপের চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম এই নির্বাচনের ফল ঘোষণা করেন। 

নির্বাচনে চারটি ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা, একটিতে জাতীয় পার্টি সমর্থিত লাঙল এবং বাকি একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে বিজয়ীরা হলেন কেদারপুর ইউনিয়নের নূরে আলম বেপারী ও দেহেরগতি ইউনিয়নে মশিউর রহমান। জাতীয় পার্টি ও স্বতন্ত্র থেকে চেয়ারম্যান হয়েছেন যথাক্রমে মাধবপাশা ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান ও আগরপুর ইউনিয়নে মো. কামরুল আহসান হিমু। 

নূরে আলম বেপারী ৬৬৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী পেয়েছেন ২৯৩৩ ভোট। মশিউর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৮৩৮৮ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির মো. রনি খান পেয়েছেন ৩০৫১ ভোট। মো. সিদ্দিকুর রহমানের ৬৩১৫ ভোটের বিপরীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন পেয়েছেন ৫৩১০ ভোট। আর স্বতন্ত্র থেকে নির্বাচিত চেয়ারম্যান মো. কামরুল আহসান হিমুর ৬৯৪২ ভোটের বিপরীতে নৌকার প্রার্থী মো. তারিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩৯৮৬ ভোট।

প্রথম ধাপের এ ইউপি নির্বাচনে একটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং তিনটিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৩৭। কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে এসেছেন। নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করেন। এ ছাড়া নির্বাচনে পুলিশের সদস্য, স্ট্রাইকিং পুলিশ, র‍্যাবের টিমসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত